পরীক্ষায় পাশ করেও চাকরি নেই শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও

  ২০২১ সালের টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাকরী প্রার্থীরা। কিন্তু এখনও অবধি নিয়োগ হয়নি শনিবার এই দাবীতে ত্রিপুরার বিজেপি জোট শিক্ষামন্ত্রী…

 

২০২১ সালের টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাকরী প্রার্থীরা। কিন্তু এখনও অবধি নিয়োগ হয়নি শনিবার এই দাবীতে ত্রিপুরার বিজেপি জোট শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান হবু শিক্ষকরা।

   

গত মাসের বিক্ষোভের পর ফের আরও এক সফায় সরব হয়েছেন তাঁরা।

তাঁদের বক্তব্য, যারা ২০২১ সালে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থা করুক সরকার। তাই মন্ত্রী রতন লাল নাথের বাড়ি ঘেরাও করেছেন হবু শিক্ষকরা। এই নিয়ে দ্বিতীয়বার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে ফের সরগরম ত্রিপুরার রাজনীতি।

পশ্চিমবঙ্গেও টেট দুর্নীতির অভিযোগে একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি ২০১৪ সালের টেট নিয়োগে দুর্নীতি হয়েছে। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা মানস ঘোষ। একাধিক মামলা দায়ের করা হয়েছিল। টেট দুর্নীতির অভিযোগে সরগরম পশ্তিমবঙ্গ। একইভাবে ত্রিপুরায় বিজেপি জোট সরকারের বিরুদ্ধে চলছে আন্দোলন।

এর সঙ্গে আরও বিতর্ক গত বিধানসভা ভোটের আগে বিজেপির তরফে ঘরে ঘরে চাকরি দেবার প্রতিশ্রুতি। সেই দাবিও রাখতে পারেনি বিজেপি জোট সরকার। বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, রাজ্যবাসীকে ধোঁকা দিয়েছে বিজেপি।