I-League: আইলিগের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল, গোলশূন্য ম্যাচের ফলাফল

এবার আইলিগের (I-League) দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) কাছে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)।

United Sports vs East Bengal FC Match

এবার আইলিগের (I-League) দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের (United Sports) কাছে আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। নির্ধারিত সময়ের নিরিখে গোলশূন্য থাকে খেলার ফলাফল। যারফলে আজ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল বিনো জর্জের ছেলেদের। আগামী ১৪ তারিখ ডায়মন্ড রক এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল শিবির।

Advertisements

আজ ম্যাচের প্রথমার্ধ থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় দুই দলকে। তবে আক্রমণের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা। তবে জবাবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি লাল-হলুদ ফুটবলাররা। প্রথমার্ধের ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে একাধিক সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় দুই পক্ষ। যারফলে নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিত থাকে ম্যাচের ফলাফল।

   

উল্লেখ্য, এবারের ফুটবল মরশুমে সিনিয়র দলের অবস্থা তথৈবচ হলেও ইয়ুথ ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই দাপট দেখিয়েছিল জেসিন-হিমাংশুরা। মাঝখানে জামশেদপুরের কাছে পরাজিত হলেও মহামেডান স্পোর্টিং ক্লাব কে হারিয়ে ফের ছন্দে ফিরেছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে আইলিগের প্রথম ম্যাচেই ছন্দ হারিয়েছিল লাল-হলুদ শিবির। তবে আজ জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামলে ও এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল জেসিনদের।