ISL: আইলিগের এই ডিফেন্ডারের দিকে নজর আইএসএলের দুই ক্লাবের

Muhammad Hammad

বর্তমানে প্রায় শেষের পথে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে গ্রুপ পর্বের খেলা। তারপর নির্দিষ্ট কয়েকটি ফুটবল দলের মধ্যে আয়োজিত হবে এবারের চ্যাম্পিয়ন শিপের লড়াই। উল্লেখ্য, অনেক আগেই এবার টুর্নামেন্টের প্রথম চারে নিজেদের স্থান নিশ্চিত করেছে এফসি গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি এফসি, ওডিশা এফসি এবং কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস।

Advertisements

এছাড়াও পঞ্চম স্থানে রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। ষষ্ঠ স্থান এখনো পর্যন্ত নিশ্চিত না হলেও তার লড়াইয়ে রয়েছে টুর্নামেন্টের প্রায় পাঁচটি ফুটবল ক্লাব। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে নর্থইস্ট ইউনাইটেডের মত দুই ক্লাবের সম্ভাবনা অনেকটাই বেশি।

Advertisements

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। তবে তার আগে এখন থেকেই নতুন ফুটবল মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএলের প্রত্যেকটি ফুটবল ক্লাব। প্রত্যেককেই নিজেদের প্রয়োজন অনুযায়ী নজরের থাকা বিভিন্ন দেশি ও বিদেশী ফুটবলারদের এজেন্টের সঙ্গে কথাবার্তা প্রথম স্তরে নিয়ে গিয়েছে।

এক্ষেত্রে এই ফুটবল টুর্নামেন্টের খেলোয়ারদের পাশাপাশি আই লিগ সহ অন্যান্য বিদেশি টুর্নামেন্ট গুলির দিকেও নজর রয়েছে সমানভাবে। বলতে গেলে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে প্রয়োজন মত খেলোয়াড় খোঁজার কাজ করছে প্রত্যেকটি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে মুহম্মদ হামাদের দিকে নজর রয়েছে আইএসএলের অন্যতম দুই শক্তিশালী ফুটবল ক্লাবের।

যাদের মধ্যে রয়েছে মানালো মার্কেজের এফসি গোয়া এবং ইভান ভুকমানোভিচের কেরালা ব্লাস্টার্স। মূলত নিজেদের রক্ষণভাগকে আরো মজবুত করতে কাশ্মীরের এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে আইএসএলের দুইটি ক্লাব। বর্তমানে আইলিগের অন্যতম প্রভাবশালী ফুটবল ক্লাব রিয়েল কাশ্মীরের হয়ে খেলছেন তিনি।

চলতি বছরের মে মাসে আই লিগের এই দলের সঙ্গে চুক্তি শেষ হবে এই ফুটবলারের। তারপরেই এই ডিফেন্ডারকে নিজেদের দলে টানতে চায় দুই ক্লাব। সেইমতো তার সঙ্গে কথাবার্তা নাকি অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে দুই ক্লাব। শেষ পর্যন্ত আদৌ কোন দলের সঙ্গে যুক্ত হন এই দাপুটে ফুটবলার, এখন সেটাই দেখার।