East Bengal: মুম্বই সিটির দাপুটে ফুটবলারকে দলে টানতে মরিয়া মশাল ব্রিগেড

বছরের পর বছর যায়, ইন্ডিয়ান সুপার লিগে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের পারফরম্যান্স আগের মতোই থেকে যায়। বছর বছর দলের কোচের পাশাপাশি খেলোয়াড়দের বদল করাও…

Mumbai City FC Midfielder Vinit Rai

বছরের পর বছর যায়, ইন্ডিয়ান সুপার লিগে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের পারফরম্যান্স আগের মতোই থেকে যায়। বছর বছর দলের কোচের পাশাপাশি খেলোয়াড়দের বদল করাও হলেও পারফরম্যান্স খুব একটা বদল আসেনি। আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই শেষ করতে হয়েছে তাদের।

যা নিয়ে রীতিমতো হতাশ দলের সমর্থকরা। নয়া মরশুমের জন্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে দলে আনার পর কিছুটা হলেও বদল আসে দলের অন্দরে। এই স্প্যানিশ কোচের হাত ধরেই এবছর কলিঙ্গ সুপার কাপ জিতেছে দল। কিন্তু আইএসএলে তথৈবচ অবস্থা থেকেছে দলের। এখন যা পরিস্থিতি তাতে এবারের এই কোয়ালিফায়ারে থাকতে গেলে বাকি তিনটি ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গল দলকে।

যা এক কথায় অসম্ভব। বর্তমানে দলের যা পরিস্থিতি তাতে টানা তিন ম্যাচ অপরাজিত থাকা অনেকটাই কঠিন ক্লেটনদের কাছে। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া মশাল ব্রিগেড। তাই সীমিত শক্তি নিয়েই লড়াই করবে দল। এখন সেদিকেই তাকিয়ে সকলে। আগামী মাসে বাকি তিন প্রতি পক্ষের মুখোমুখি হতে হবে ময়দানের এই প্রধানকে। সেই ম্যাচে নিজেদের মেলে ধরতে মরিয়া এবারের সুপার কাপ জয়ীরা। এক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা থেকে শুরু করে ফেলেসিও ব্রাউনের মতো ফুটবলারদের দিকে তাকিয়ে স্প্যানিশ কোচ।

অন্যদিকে, এখন থেকেই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। তাদের নজর গিয়ে পড়েছে মুম্বাই সিটি এফসির দাপুটে ফুটবলার বিনীত রাইয়ের দিকে। মরশুমের শুরুতে ওডিশা থেকে মুম্বাইতে যোগদান করেছিলেন বছর ছাব্বিশের এই ফুটবলার। তবে প্রথম একাদশে খুব একটা দেখা যায়নি তাকে।

সেজন্য, সবদিক বিচার বিবেচনা করেই এবার দল বদল করতে পারেন এই ডিফেন্সিভ মিডিও। এক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গল দলের কথাই উঠে আসছে ব্যাপকভাবে। এখনো পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু ‌।