East Bengal: শ্রীনিধি ডেকানের এই ফুটবলারের দিকে নজর মশালবাহিনীর

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত আসার পর থেকে অনেকটাই পাল্টেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) পরিস্থিতি। মরশুম শুরুতে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে…

Sreenidi Deccan football Jagdeep Singh

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত আসার পর থেকে অনেকটাই পাল্টেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) পরিস্থিতি। মরশুম শুরুতে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল কলকাতা ময়দানের এই প্রধান। কিন্তু শেষ পর্যন্ত তাদের পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে।

পরবর্তীতে নিজেদের ছন্দ বজায় রেখে দল জিতে নেয় কলিঙ্গ সুপার কাপ। যার দরুন গত বেশ কয়েক বছর পর ফের আন্তর্জাতিক স্তরে লড়াই করবে মশাল ব্রিগেড। সেইদিকেই এখন তাকিয়ে দলের সমর্থকরা। তবে ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত নিজেদের চেনা ছন্দে ফিরতে পারেনি কলকাতার এই প্রধান। সেই চেষ্টাই এখন লাল-হলুদের।

প্রত্যেক বছর নতুন করে দল সাজানো হলেও তা আদতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এই মরশুমে কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে হিজাজী মাহের থেকে শুরু করে আলেকজান্ডার প্যান্টিচের মতো ফুটবলাররা দলে আসলেও পারফরম্যান্সের ক্ষেত্রে খুব একটা বদন লক্ষ্য করা যায়নি। কয়েক বছরের মতো এবারও আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দল।

যা নিয়ে প্রবল হতাশ সকলে‌। তবুও শেষ কয়েক ম্যাচ জিতে প্লে-অফে হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দলের কোচ। এসবের মাঝেই নতুন মরশুমের জন্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসির তরুণ ফুটবলার বিনীত রাইয়ের পাশাপাশি আইলিগের ক্লাবগুলির দিকেও বিশেষ নজর রয়েছে তাদের।

বিভিন্ন সূত্র মারফত গত কয়েকদিন ধরেই উঠে আসছে তরুণ ডিফেন্ডার জগদ্বীপ সিংয়ের কথা। বর্তমানে আইলিগের শক্তিশালী দল শ্রীনিধি ডেকানের হয়ে খেলছেন বছর বাইশের এই প্রতিভা। এই বছরের মাঝামাঝি সময় তার সাথে চুক্তি শেষ হবে হায়দরাবাদের এই ফুটবল ক্লাবের। তাই সমস্ত কিছু খতিয়ে দেখেই এবার এই ফুটবলারের সঙ্গে নাকি কথাবার্তা শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। তবে পরবর্তী পরিস্থিতিতে নিজের দল ছেড়ে আদৌ তিনি আসতে চাইবেন কিনা এখন সেটাও দেখার।