ISL: ভারতে খেলতে আসতে চান সেন্ট্রালকোস্টের এই ডিফেন্ডার, চিনুন

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট বদল এসেছে দেশের ক্লাব ফুটবলে। সময়ের সাথে সাথে দলের সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের পারফরম্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট…

Central Coast Defender Brian Kaltack

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট বদল এসেছে দেশের ক্লাব ফুটবলে। সময়ের সাথে সাথে দলের সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের পারফরম্যান্সের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গিয়েছে। তাই সময় যত এগিয়েছে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলারদের আসার সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে।

প্রত্যেকটি মরশুমে নতুন নতুন ফুটবলারদের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়ে সকলের। সময় যত এগিয়েছে হাইপ্রোফাইল কোচ থেকে শুরু করে হাই প্রোফাইল ফুটবলারদের সংখ্যাও বেড়েছে ব্যাপকভাবে। এবারের এই মরশুমে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টেনে সকলকে চমকে দিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস।

যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল দলবদলের বাজারে। তবে সেখানেই শেষ নয় পরবর্তীতেই আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুকে ও দলে টেনে আনে সবুজ-মেরুন। যা নিঃসন্দেহে বাকিদের থেকে অনেকটাই শক্তিশালী করে দেয় এই ফুটবল দলকে। চলতি মরশুমে আইএসএল জয়ের অন্যতম দাবিদার এই ফুটবল ক্লাব।

তবে এবারের এই টুর্নামেন্টের লিগলিল্ড জয় করাই একমাত্র লক্ষ্য তাদের। এসবের মাঝেই এবার ভারতে এসে খেলার ইচ্ছে প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব সেন্ট্রালকোস্ট মেরিনার্সের ডিফেন্ডার। ব্রায়ান কাল্টাক। ভানুয়াতু দলের এই অধিনায়কের পারফরম্যান্স আগেও দেখেছে দেশের ফুটবলপ্রেমী মানুষ।

তবে গত কয়েকদিন আগে এএফসি কাপের ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে অস্ট্রেলিয়ার সেন্ট্রালকোষ্ট মেরিনার্সে ছিলেন এই ডাপুটে ডিফেন্ডার। অ্যাসিস্টের পাশাপাশি এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল রয়েছে তার ঝুলিতে। বলতে গেলে দলের রক্ষণভাগ সময় দেওয়ার পাশাপাশি প্রয়োজনমতো আক্রমণ শানিয়ে প্রতিপক্ষ দলকে চমকে দিতে পারেন এই তারকা।

এবার তার প্রাক্তন সতীর্থ জেসান কামিন্সের সঙ্গে নাকি সবুজ-মেরুন জার্সিতে খেলার আগ্ৰহ প্রকাশ করেছেন বছর তিরিশের এই ফুটবলার। তবে এই ফুটবলারকে নিয়ে আদৌ বাগান ম্যানেজমেন্টের আগ্ৰহ আছে কিনা তার উত্তর দেবে সময়।