HomeSports Newsদার্জিলিংয়ে গোলমেশিন খুঁজে পেল I League ক্লাব

দার্জিলিংয়ে গোলমেশিন খুঁজে পেল I League ক্লাব

শেষ মুহূর্তের কিছু কাজ জারি রয়েছে। দল গঠনের ব্যাপারে যে ফাঁকফোকর রয়েছে সেগুলো ভরাট করছে দেশের সব ক্লাব। আই লীগ কিংবা আইএসএল শুরু হওয়ার আগে স্কোয়াড গুছিয়ে নিচ্ছে প্রত্যেক ক্লাব। এরই মধ্যে বড় সুযোগ পেয়ে গেল দার্জিলিংয়ের এক উঠতি ফুটবলার।

   

দল বদলের বাজারে আলোচনায় উঠে এসেছেন দার্জিলিংয়ের Chirag Bhujel। উনিশ বছর বয়সী এই ফুটবলার আক্রমণ ভাগের ফুটবলার। গোল করার ব্যাপারে বেশ দক্ষ। আই লীগের দল রাজস্থান ইউনাইটেড তাকে দলে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় চিরাগকে দলে নেওয়ার কথা জানিয়েছে রাজস্থান ইউনাইটেড। ক্লাবের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা রয়েছে, “চিরাগ ভুজেল, ব্যতিক্রমী প্রতিভাবান উইঙ্গার, আনুষ্ঠানিকভাবে আমাদের ক্লাবে যোগ দিয়েছেন। গোলে ভরপুর মরসুমের জন্য তৈরি হয়ে নিন। কারণ চিরাগ এখন আমাদের দলে।”

রাজস্থান ইউনাইটেড শিবিরে ইতিমধ্যে যোগ দিয়েছেন চিরাগ। বল পায়ে শুরু করে দিয়েছেন অনুশীলন। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লীগে যথেষ্ট ভালো খেলেছিলেন তিনি। সুযোগ পেলে আই লীগেও নিজের প্রতিভার প্রদর্শন করতে চাইবেন চিরাগ ভুজেল।

Latest News