ATK Mohun Bagan: খেলোয়াড়দের খেলায় আমি খুশি: হুয়ান ফেরান্দো

ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো রবিবার মুম্বই ফুটবল এরিনায় ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুম্বই সিটি এফসিকে ২-২ গোলে ড্র করার পরে এক পয়েন্টে খুশি এমনটাই…

Juan Ferrando ATK Mohun Bagan lost 2-1 to Chennaiyin FC in ISL opener

ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো রবিবার মুম্বই ফুটবল এরিনায় ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুম্বই সিটি এফসিকে ২-২ গোলে ড্র করার পরে এক পয়েন্টে খুশি এমনটাই জানিয়েছেন। ৮৯ মিনিটে বদলি কার্ল ম্যাকহুগের সুবাদে ১০ জনের ATKমোহনবাগান সমতায় ফেরার পর ম্যাচ ড্র হয়।

খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুয়ান ফেরান্দো দলের খেলোয়াড়দের ম্যাচ টেম্পারমেন্টের প্রশংসা করতে গিয়ে বলেন,”আমার দৃষ্টিভঙ্গি থেকে, এই এক পয়েন্ট ভাল কেননা খেলোয়াড়রা দুরন্ত ছিল।” সাংবাদিকরা গোলকিপার বিশাল কাইথের পারফরম্যান্সের প্রসঙ্গে জানতে চাইলে সবুজ মেরুন কোচ বলেন,”আমি বিশালকে বিশ্বাস করি এবং আমাদের গোলরক্ষকদের ওপর আস্থা রাখি। কমবেশি, ও আমাদের জন্য দুর্দান্ত ছিলেন।”

   

এই প্রসঙ্গে ফেরান্দোর কথায়,” আমার খেলোয়াড়রা ভালো পারফর্ম করলে আমি খুশি, পরের ম্যাচে ভালো পারফরম্যান্স না থাকাটাই স্বাভাবিক। আমি সবসময় আমার খেলোয়াড়দের বলছি যে তারা যদি একটা বা অন্য ভুল করে তবে ঠিক আছে! ফুটবলে এসব ঘটে। আমি বিশালের (কাইথ) জন্য খুশি, কমবেশি, সে আমাদের জন্য দুর্দান্ত, এবং এখন পর্যন্ত তার ভালো পারফরম্যান্স রয়েছে।” বিশাল কাইথ নিয়ে ফেরান্দোর বক্তব্য, “হয়তো তিনি দশ নন, কিন্তু তিনি তার পারফরম্যান্সের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তার একটি উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।”

ডার্বি ম্যাচ জয়ের পর দেখা গিয়েছে পরের ম্যাচে ডার্বি জয়ী দল ফোকাস ধরে রাখতে পারে না।কিন্তু আইল্যান্ডারদের বিরুদ্ধে ১০ জনের সবুজ মেরুন শিবির যে পারফরম্যান্স মাঠে রেখেছে তাতে দলের টিম স্পিরিট এবং টিমগেম নির্ভর ফুটবল মানসিকতাকে তুলে ধরে।