নতুন ফুটবলার চূড়ান্ত করার দিনে বকেয়া বেতন দাবি করলেন ISL জয়ী বিদেশি

শনিবার নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে হাইপ্রোফাইল ফুটবলারের নাম ঘোষণা করেছে ক্লাব। ওই পোস্টের কমেন্ট…

joel chianese

শনিবার নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে হাইপ্রোফাইল ফুটবলারের নাম ঘোষণা করেছে ক্লাব। ওই পোস্টের কমেন্ট সেকশনে বকেয়া বেতন দাবি করেছেন হায়দরাবাদ এফসির প্রাক্তন ফুটবলার জোয়েল চিয়ানসে।

হায়দরাবাদ এফসির ইন্ডিয়ান সুপার লীগ জয়ী স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন জোয়েল চিয়ানসে। ২০২১-২২ মরসুমে আইএসএল জিতেছিল নিজামের শহরের এই দল। স্কোয়াডের অন্যতম গুরুতবপূর্ণ সদস্য ছিলেন অস্ট্রেলিয়ার জোয়েল, খাতায় কলমে তিনটি মরসুম (২০২০-২০২৩) ভারতীয় ক্লাবটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘নতুন সইয়ের জন্য শুভেচ্ছা। কিন্তু বকেয়া বেতন আগে মিটিয়ে দিলে বোধহয় ভালো হতো। আমরাই ক্লাবে সাফল্য এনে দিয়েছিলাম।’

গতকাল মেক্সিকোর নামকরা ফুটবলার ওসওয়াল্ডো আলানিসের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছিল হায়দরাবাদ এফসি। লিগা এমএক্স, কোপা এমএক্স, সুপারকোপা এমএক্স এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লীগের সেরা একাদশে স্থান পেয়েছিলেন। স্পেনের রিয়াল ওভিয়েদো এবং এমএলএসে সান হোসে আর্থকয়েক্সের হয়ে ৩৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

ওসওয়াল্ডোর আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে । মেক্সিকান জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে তিনটি গোল করেছেন। জাতীয় দলের হয়ে ২০১৫ সালে কনকাকাফ গোল্ড কাপও জিতেছিলেন। হায়দ্রাবাদ এফসির হাত ধরে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলবেন মেক্সিকোর তারকা ফুটবলার।