ISL : দ্বিতীয় সেমিফাইনাল ম‍্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে আরও ধারালো পারফরম্যান্স দিতে মুখিয়ে আছে ওগবেচে 

বুধবার আইএসএলের (ISL) সেমিফাইনালে দ্বিতীয় লেগে এটিকে মোহনবাগানের বিপক্ষে দুই গোলের লিড নিয়ে খেলতে নামবে হায়দ্রাবাদ এফসি,বিষয়টি সম্পর্কে আনন্দিত হলেও ফিরতি ম‍্যাচে সবুজ মেরুনের বিপক্ষে…

বুধবার আইএসএলের (ISL) সেমিফাইনালে দ্বিতীয় লেগে এটিকে মোহনবাগানের বিপক্ষে দুই গোলের লিড নিয়ে খেলতে নামবে হায়দ্রাবাদ এফসি,বিষয়টি সম্পর্কে আনন্দিত হলেও ফিরতি ম‍্যাচে সবুজ মেরুনের বিপক্ষে আরও ধাঁরালো পারফরম্যান্স দিতে চায় হায়দ্রাবাদের ওগবেচে।

গত শনিবার গোয়ার বাম্বোলিমে অ্যাথলেটিক স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের বিপক্ষে ম‍্যাচে শুরু’তে খানিকটা পিছিয়ে পড়েছিল নিজামের শহরের দল,যদিও এরপর দুর্দান্ত প্রত‍্যাবর্তন করে হায়দ্রাবাদ, ম‍্যাচ জিতে নেয় ৩-১ গোলের ব্যাবধানে।

খেলার পরবর্তী সময়ে হায়দ্রাবাদের তারকা ফুটবলার ওগবেচে বলেন,” প্রথমার্ধের খেলার শেষের পর কোচ আমাদের উপর মারাত্মক রেগে গেছিলো,কারণ আমরা পরিকল্পনা মাফিক খেলেনি বলে।আমার মনে হয় ওদের আমার খানিকটা বেশি সমীহ করে ফেলেছিলাম,ওদের বেশি স্পেস দিয়ে ফেলছিলাম,বেশি ছাড় দিচ্ছিলাম,এমনটা করতে দেওয়া উচিত হয়নি।

খুব ভাগ‍্যবান আমরা প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে আমরা গোল’টা পেয়ে যাই।এরপর দ্বিতীয় হাফে ওদের থেকে কার্যত ম‍্যাচ’টা ছিনিয়ে নিয়েছিলাম আমরা।এরপর আমরা দুই গোল করেছি,কিন্তু আমার কোথাও মনে হয়েছে আরও বেশ কয়েকটা গোল করা উচিত ছিলো আমাদের।” 

এইমুহুর্তে আইএসএলের সর্বাধিক গোল স্কোরার ওগবেচে,সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামার আগে দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি,পাশাপাশি নিজেদের পারফরম্যান্সে কিভাবে উন্নতি করা যায় সেইদিকে’ও সকল’কে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন হায়দ্রাবাদের গোলমেশিন।দ্বিতীয় ম‍্যাচে বাগান শিবির’কে আটকে দিতে পারলেই প্রথম বারের মতো আইএসএলের ফাইনালে খেলার সুযোগ করে নিতে পারে ওগবেচে’রা।