কাউন্সিলর খুনের ঘটনা লোকসভায় তুলবে বিজেপি

রাজ্যের দুই প্রান্তে খুন হয়েছেন দুই কাউন্সিলর। একজন কংগ্রেসের এবং অপরজন তৃণমূলের। একই দিনে জোড়া কাউন্সিলর খুনের ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন-শৃঙ্খলা…

BJP

রাজ্যের দুই প্রান্তে খুন হয়েছেন দুই কাউন্সিলর। একজন কংগ্রেসের এবং অপরজন তৃণমূলের। একই দিনে জোড়া কাউন্সিলর খুনের ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আর এই বিষয়টি নিয়েই সংসদে সরব হতে চলেছে বিজেপি।

সংসদে বাজেট অধিবেশন চলছে। সেই অধিবেশনে যোগ দিতে বাংলার সংসদেরা দিল্লি গিয়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখী হয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মৃত কাউন্সিলরদের কেউই বিজেপির নয়। কিন্তু ওই ঘটনার সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়েই সরব হয়েছে বিজেপি।

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেছেন, “১৯৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত কংগ্রেস জমানায় বাংলার যা অবস্থা ছিল তৃণমূল রাজ্যটাকে ফের তেমন অবস্থায় নিয়ে যেতে চাইছে। যদি প্রকাশ্যে জনপ্রতিনিধিকে খুন হতে হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা? এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিবেচনা করা উচিত। লোকসভায় আমরা বিজেপির সাংসদেরা এই বিষয়ে উত্থাপন করার চেষ্টা করব।”

একই দিনে জোড়া রাজনৈতিক খুনের জেরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। প্রথম ঘটনা পুরুলিয়ার। ওই জেলার ঝালদায় গুলি করে খুন করা হলো কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। রবিবার বিকেলের দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে বাইকে চড়ে হেলমেট পরে আসা তিন দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। সন্ধ্যার দিকে পানিহাটিতে খুন করা হয় তৃণমূলের কাউন্সিলর অনুপম দত্ত। পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছিলেন তিনি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে।