আইএসএলের শুরুটা খুব একটা ভালো হয়নি হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। প্রথম দুই ম্যাচে বেঙ্গালুরু এবার পাঞ্জাব এফসির কাছে ধরাশায়ী হতে হয়েছে নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। তা সমর্থকদের কিছুটা হতাশ করলে ও দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে। এক্ষেত্রে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছে হায়দরাবাদ ম্যানেজমেন্ট। গত বছর সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।
নতুন সিজন থেকে দলের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও শুরুটা খুব একটা মধুর থাকেনি। আসলে একটা সময় তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ মুহূর্তে নয়া লগ্নিকারী সংস্থার হাতধরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করে এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের কাজ শুরু করার ফলে অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি একবারের আইএসএল জয়ীরা। মূলত দেশীয় ফুটবলারদের নিয়েই আইএসএল শুরু করতে হয়েছে তাঁদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেন বিদেশি ফুটবলাররা।
এবার সেই তালিকায় যুক্ত হলেন স্টেফান সাপিচ। গত ফুটবল মরসুমে বসনিয়ার ফুটবল ক্লাব এফ কে জিভিজিয়েদার সঙ্গে যুক্ত ছিলেন বছর সাতাশের এই সার্বিয়ান ফুটবলার। এছাড়াও পার্থিজিয়ান থেকে শুরু করে কুকারকির মত শক্তিশালী ফুটবল ক্লাবে ও খেলার অভিজ্ঞতা রয়েছে সাপিচের। তবে নতুন সিজনের আগে ফ্রি প্লেয়ার হিসেবে থাকায় তাঁকেই নাকি দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেয় অ্যালেক্স সাজির ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও এগিয়ে যায় অনেকটা দূর। অবশেষে সেটাই হল এবার।
শনিবার বিকেলেই নিজামের শহরে এসে গিয়েছেন হায়দরাবাদ এফসির এই নয়া ডিফেন্ডার। সব ঠিকঠাক থাকলেও আগামী কয়েক ম্যাচ পর থেকেই তাঁকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন থাংবোই সিংটো। তাঁর উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে।
🇷🇸 Our own Serbian powerhouse is here 🔥
Standing at 6ft 8in, introducing Stefan Sapic, our wall at back for this season 💪
Welcome to Hyderabad, Stefan 💛🖤#TheNawabs pic.twitter.com/mcLhzmVkOs
— Hyderabad FC (@HydFCOfficial) September 28, 2024