I League এর দুরন্ত প্রতিভাকে দলে নিল হায়দরাবাদ

দেশ বিদেশের নামীদামী ফুটবলাররা যুক্ত হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের (I League ) সঙ্গে। ইন্ডিয়ান সুপার লীগ এখন ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট। পিছিয়ে নিয়ে আই লীগ।

Lalchhanhima Sailo

দেশ বিদেশের নামীদামী ফুটবলাররা যুক্ত হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের (I League ) সঙ্গে। ইন্ডিয়ান সুপার লীগ এখন ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট। পিছিয়ে নিয়ে আই লীগ। দেশের দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন বহু উঠতি প্রতিভা। তাদের মধ্যেই একজনকে দলে নিল হায়দরাবাদ এফসি।

চলতি ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাবে প্রবেশ করেছেন একাধিক তারকা ফুটবলার । সেই সঙ্গে এমন কয়েকজন ফুটবলার রয়েছে যারা হয়ে উঠতে পারেন আগামী দিনে তারকা। Lalchhanhima Sailo। মিজোরামের এই ফুটবলার মিজোরামের এই ফুটবলার ২০১৭ সালেনদেশের হয়ে জিতেছেন অনূর্ধ্ব ১৫ সাফ টুর্নামেন্ট। এখন সাইলোর বয়স ২০ বছর। খেলেন মূলত মাঝমাঠে। এছাড়াও উইং বরাবর দৌড়াতে তিনি দক্ষ। গড়তে পারেন আক্রমণ।

জানা গিয়েছে, ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম হেভিওয়েট দল হায়দরাবাদ এফসি দলে নিয়েছে তরুণ এই মিজো মিডফিল্ডার Lalchhanhima Sailo কে। হায়দরাবাদ এফসি মূলত দ্রুত খেলা তৈরি করে আক্রমণ গড়ে থাকে। সেই পথে হাঁটলে সাইলো হতে পারে ক্লাবের আদর্শ সঙ্গী। কারণে গতি রয়েছে। বয়সে তরুণ, অনেকটা মাঠ জুড়ে ছুটতে পারেন, আক্রমণ গড়ার ক্ষেত্রেও রয়েছে পারদর্শিতা। দরকার একটু ঘষামাজার।

মিজোরামের সাইলোর যুব কেরিয়ার শুরু হয়েছিল পাঞ্জাবের অনূর্ধ্ব ১৫ স্কোয়াড থেকে। পরে যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান অ্যারোজে। ২০১৯-২২ পর্যন্ত এখানেই ছিলেন তিনি। বেশ কিছু ম্যাচে খেলেছেন, করেছেন গোল। এরপর যুক্ত হয়েছিলেন আইজল এফসির সঙ্গে। সেখানে নিজের খেলা আরও কিছুটা উন্নত করেছিলেন। এবার নিজামের শহরে, প্রত্যাশা থাকবে আরও একটু বেশি।