একই উইন্ডোতে সই-রিলিজ! ISL ক্লাবে সম্ভবত মেক্সিকোর বিস্ময় ডিফেন্ডার

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রাক্তন খেতাব জয়ী দল হায়দরাবাদ এফসি (Hyderabad FC) নতুন বিদেশি ডিফেন্ডার চূড়ান্ত করার পথে। ৩৪ বছর বয়সী মেক্সিকান সেন্টার ব্যাক ওসওয়াল্ডো অ্যালানিস প্যান্টোজাকে চুক্তিবদ্ধ করার জন্য ক্লাব প্রস্তুত বলে জানা গিয়েছে।

Oswaldo Alanis Pantoja

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রাক্তন খেতাব জয়ী দল হায়দরাবাদ এফসি (Hyderabad FC) নতুন বিদেশি ডিফেন্ডার চূড়ান্ত করার পথে। ৩৪ বছর বয়সী মেক্সিকান সেন্টার ব্যাক ওসওয়াল্ডো অ্যালানিস প্যান্টোজাকে চুক্তিবদ্ধ করার জন্য ক্লাব প্রস্তুত বলে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, মেক্সিকোর সেন্টার ব্যাক ওসওয়াল্ডো আলানিস ফ্রি এজেন্ট হিসাবে নিজামের শহরের ক্লাবে যোগ দিতে চলেছেন। মাজাতলান এফসির সাথে তার চুক্তি সম্পন্ন হওয়ার পর ভারতে আসার বিমান ধরতে পারেন তিনি। মাজাতলান এফসি মেক্সিকোর শীর্ষ স্তরের ফুটবল লীগ, লিগা এমএক্স অ্যাপারতুরায় খেলা অন্যতম দল।ওসওয়ালদো লিগা এমএক্সে ক্লাব দেপোর্তিভো গুয়াদালাজারার হয়ে লোনে ছিলেন। এই ক্লাবটির হয়ে মোট ২২ টি ম্যাচ খেলেছিলেন হায়দরাবাদের সম্ভাব্য নতুন বিদেশি ফুটবলার।

   

২০১৮ সালে আন্তর্জাতিক স্তরের খবরের শিরোনামে উঠে এসেছিলেন অ্যালানিস প্যান্টোজা। তবে খুব একটা ভালো কারণের জন্য অবশ্য প্রচারেরতখন আসেননি। ওই বছরের ট্রান্সফার উইন্ডোতে লা লিগার ক্লাব গেতাফে তাকে দলে নিয়েছিল। বিস্ময়করভাবে ওই একই ট্রান্সফার উইন্ডোতে তাকে রিলিজও করে দেয় স্পেনের ক্লাবটি।

এল ট্রির সাথে ২৩ টি ম্যাচ খেলেছেন অ্যালানিস। কনকাকাফ গোল্ড কাপ এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ, মেক্সিকান ক্লাউসুরা, মেক্সিকান কাপ আপারতুরা এবং মেক্সিকান কাপ ক্লাউসুরা সহ ঘরোয়া ভাবে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

চুক্তি চূড়ান্ত হলে ওসওয়াল্ডো হায়দরাবাদ এফসির ষষ্ঠ এবং শেষ বিদেশী হবেন। ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে চূড়ান্ত হওয়া অন্যরা বিদেশি ফুটবলাররা হলেন- জোয়াও ভিক্টর (রিটেইন), জো নোলস (অস্ট্রেলিয়া, এএফসি কোটা), ফেলিপে আমোরিম (ব্রাজিল), পেটারি পেনানেন (ফিনল্যান্ড) এবং জোনাথন মোয়া (কোস্টা রিকা)।