Thangboi Singto: মোহনবাগান ম্যাচ সম্পর্কে ‘বিস্ফোরক’ হায়দরাবাদ কোচ

এএফসি কাপের ব্যর্থতা ভুলে এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সবুজ-মেরুনের। এএফসি কাপের ক্ষেত্রে গতবছর ইন্টারজোনাল সেমিফাইনাল পর্যন্ত গেলেও এবছর আরো শক্তিশালী দল নিয়ে…

Hyderabad FC Coach Thangboi Singto

এএফসি কাপের ব্যর্থতা ভুলে এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সবুজ-মেরুনের। এএফসি কাপের ক্ষেত্রে গতবছর ইন্টারজোনাল সেমিফাইনাল পর্যন্ত গেলেও এবছর আরো শক্তিশালী দল নিয়ে ও গ্রুপ পর্বের গন্ডি টপকাতে পারেনি কলকাতা ময়দানের এই প্রধান। তবে এখন এসব ভুলে আইএসএলের লিগ শিল্ড জয়ের দিকেই বাড়তি নজর দিতে চাইছেন ফেরেন্দো। তাহলে পরবর্তীতে চ্যাম্পিয়নস লিগের দরজা খুলে যেতে পারে বাগান ব্রিগেডের। কিন্তু লড়াইটা যে এত সোজা হবে না তা আন্দাজ করাই যায়।

গত দুই ম্যাচের পরাজয় ভুলে এখন দলকে চাঙ্গা করাই অন্যতম উদ্দেশ্য বাগানের হেড স্যারের। তাই এক্ষেত্রে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা নিয়েছেন ফেরেন্দো। তবে সমস্যা হল চোটের কারনে দলে থাকছেন না দুই ভরসাযোগ্য ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস ও ভারতীয় উইঙ্গার মনবীর। যারফলে, কিছুটা হলেও চিন্তা থাকছে সকলের।

অন্যদিকে, এই ম্যাচ নিয়ে কিছুটা হলেও আশাবাদী হায়দরাবাদ। দলের কোচ থাংবোই সিংটোর তরফ থেকে এমন মন্তব্যই উঠে এসেছে এবার। যেখানে তিনি বলেন, হায়দরাবাদ যদি নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ খেলত তাহলে বাড়তি সুবিধা পেত। তার কথায় ” মোহনবাগান দলের বিপক্ষে নিজেদের মাঠে খেলা যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি তৈরি করত। তাছাড়া নিজেদের ঘরের মাঠে সকলেই দর্শকদের জন্য বিশেষ কিছু করে রাখতে চাইবে। আমরাও সেটাই চেয়েছিলাম। তবে বর্তমানে হায়দরাবাদে নির্বাচন থাকায় আমরা অগত্যা ওডিশার মাটিতে খেলতে বাধ্য হয়েছি। তবে দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট ইতিবাচক রয়েছেন হায়দরাবাদ দলের কোচ।

তিনি বলেন, আমি মনে করি আমরা এই ম্যাচ নিয়ে যথেষ্ট ইতিবাচক। যার অন্যতম কারন হল, আমাদের দলের ছেলেরা জানে যে তাদের কখন কি করতে হবে। খেলোয়াড় এবং কোচ হিসেবে আমাদের সকলের যা করনীয় আমরা সেটা জানি। তাই এখন এই সিজনে দলের হয়ে জয় ছিনিয়ে আনাই একমাত্র লক্ষ্য সকলের। উল্লেখ্য, আইএসএলের শিরোপা একবার তাদের মাথায় উঠলেও গত কয়েকবছর ধরে একেবারেই অবস্থা ভালো নয় দলের। যারফলে, বর্তমানে বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ফুটবল দল।