Ranji Trophy : ট্রফি জিতলেই নগদ ১ কোটি টাকা ও BMW গাড়ি পাবেন এই দলের ক্রিকেটাররা

রঞ্জি ট্রফির ২০২৩-২৪ (Ranji Trophy)-এ মেঘালয়কে ৫ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ (Meghalaya vs Hyderabad)। তিলক ভার্মার (Tilak Varma) অধিনায়কত্বে হায়দরাবাদ দলের হয়ে সেঞ্চুরি করেন কে নীতেশ…

Ranji Trophy : ট্রফি জিতলেই নগদ ১ কোটি টাকা ও BMW গাড়ি পাবেন এই দলের ক্রিকেটাররা

রঞ্জি ট্রফির ২০২৩-২৪ (Ranji Trophy)-এ মেঘালয়কে ৫ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ (Meghalaya vs Hyderabad)। তিলক ভার্মার (Tilak Varma) অধিনায়কত্বে হায়দরাবাদ দলের হয়ে সেঞ্চুরি করেন কে নীতেশ রেড্ডি ও প্রাগনা রেড্ডি। এরই মধ্যে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জগন মোহন রাও বড় ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে যদি তাঁর দল আগামী ৩ বছরে রঞ্জি ট্রফি জেতে, তাহলে প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি টাকা এবং একটি করে বিএমডব্লিউ গাড়ি দেওয়া হবে। 

আসলে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জগন মোহন রাও এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন। এর মাধ্যমে তিনি ঘোষণা করেছেন যে আগামী তিন বছরে দলের প্রত্যেক খেলোয়াড়কে নগদ ১ কোটি টাকা এবং রঞ্জি ট্রফি জয়ের জন্য উপহার হিসাবে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়া হবে। তাঁর এই ঘোষণার খবরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। 

Advertisements

ওই পোস্টে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহকেও ট্যাগ করা হয়েছে।  

হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে ৩০৪ রান করেছিল মেঘালয়। এই সময় অক্ষয় চৌধুরী হাফ সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে দলটি তোলে ২৪৩ রান। রাজ বিশ্ব-ও সেঞ্চুরি করেন। ১১৪ বল খেলে ১০০ রান করেন তিনি। জবাবে প্রথম ইনিংসে ৩৫০ রান তোলে হায়দরাবাদ। দ্বিতীয় ইনিংসে ২০৩ রান করে ম্যাচ জিতে নেয় দলটি। ম্যাচে হাফ সেঞ্চুরি করেন তিলক।