ডুরান্ড নিয়ে আর কোনও মাথা ব্যাথা নেই এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর।তার মাথা জুড়ে এখন বিরাজমান আগামী ৭ ই সেপ্টেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা এটিকে মোহনবাগানের এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড মুখোমুখি হতে চলেছে কুয়ালালামপুর সিটি’র ।ইতিমধ্যে সেই ম্যাচের টিকিট চলে এসেছে অনলাইনে।জেনে নিন তা কিভাবে সংগ্রহ করবেন।
Advertisements
এখন Book My Show ওয়েবসাইট ও অ্যাপে পাবেন ATK Mohun Bagan Football Club বনাম Kualalampur City FC ম্যাচের অনলাইন টিকিট। ৫০ এবং ১০০ টাকার সাধারণ গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে, এছাড়া ৪৯৯ টাকায় ভিআইপি এবং ১০০০ টাকায় ভিভিআইপি গ্যালারির টিকিট সংগ্রহ করতে পারবেন আপনি। তবে অফলাইন টিকিট বিক্রি কবের থেকে শুরু হবে সেটা স্পষ্ট নয় এখনও।
Advertisements
