IPL: জেনে নিন আইপিএল-এর টিকিট কাটার নিয়ম

এবার মাঠে বসেই উপভোগ করতে পারবেন আইপিএল (IPL)। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে বিসিসিআই ২৫ শতাংশ দর্শক প্রবেশ…

IPL champions Chennai Super Kings

এবার মাঠে বসেই উপভোগ করতে পারবেন আইপিএল (IPL)। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে বিসিসিআই ২৫ শতাংশ দর্শক প্রবেশ করার কথা জানিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। 

‘বুক মাই শো’ অ্যাপ থেকে আপনি সহজেই কাটতে পারবেন আইপিএল টুর্নামেন্টের টিকিট। নিম্নলিখিত উপায়ে ধাপে ধাপে এগোলেই সহজে কাটতে পারবেন টিকিট। 

   

১. প্রথমে আপনাকে https://in.bookmyshow.com লিঙ্কে ক্লিক করতে হবে।

২. এরপর আপনাকে বেছে নিতে হবে, আপনি কোথায় খেলা দেখতে চান। দুটো অপশন থাকবে। মুম্বই এবং পুনে। যেখানে আপনি খেলা দেখবে, সেই বক্সে আপনাকে ক্লিক করতে হবে।

৩. এরপর আসবে তারিখ বেছে নেওয়ার পালা। আপনি যদি প্রিয় দলের নির্দিষ্ট কোনও ম্যাচ দেখতে চান, তাহলে সেটা কোন তারিখে খেলা হবে, তা আগে ঠিক করে নিন। সেই নির্দিষ্ট তারিখে গিয়ে ক্লিক করুন।

৪. এরপর আসবে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর সেটা হল টিকিটের দাম। এই টুর্নামেন্টে সর্বনিম্ন টিকিটের দাম ধার্য্য হয়েছে ৮০০ টাকা। আর সর্বোচ্চ ৮,০০০ টাকা। আপনার পকেটের ক্ষেত্রে কোনটা ঠিকঠাক হবে, তেমন দামের টিকিটই আপনি কিনতে পারবেন।

৫. তারপর আসবে ভাষা পছন্দ করার বিষয়। এখানে মোটামুটি দুটো ভাষা দেওয়া হয়েছে। ইংরেজি এবং হিন্দি। আপনি যে ভাষায় স্বচ্ছ্বন্দ্যবোধ করবেন, সেটাই বেছে নেবেন।

৬. সবশেষে আসবে ক্যাটেগরি। এখানে আপনি কোনও একটি বিশেষ দলের ম্যাচ টিকিট কিংবা কোনও বিশেষ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের টিকিট আপনি আলাদা করে বেছে নিতে পারবেন।

৭. আপনার সামনে বিভিন্ন ম্যাচের ট্যাব থাকবে। যেমন কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের কথাই ধরা যাক।

প্রথমে এই নির্দিষ্ট ট্যাবের উপরে ক্লিক করবেন। এরমধ্যেই আপনাকে দেখাবে টিকিট বুক করার অপশন। উপরে ডানদিকের কোনে BOOK লেখা লাল রংয়ের ট্যাবে ক্লিক করুন।

৮. আপনার ই-মেল আইডি চাওয়া হবে। সেটা আপনি দিয়ে দিন। আপনার মেইল আইডিতে একটা OTP যাবে। নির্দিষ্ট শূন্যস্থানে আপনাকে ওই নম্বর দিতে হবে। আরও একবার BOOK লেখা লাল রংয়ের ট্যাবে ক্লিক করুন। এইবার আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কতগুলো আসনের টিকিট কাটতে চান। যতজন মিলে যেতে চান, সেই সংখ্যায় ক্লিক করুন। তবে চারজনের বেশি একসঙ্গে টিকিট আপনি কাটতে পারবেন না।

৯. এরপর কোন জায়গায় আপনি সিট বুক করতে পারবেন এবং সেখানকার টিকিটের দাম কত হবে, সেটা আপনাকে রং দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর সেই ব্লকে কোন আসনটি আপনি বুক করতে চান, সেটাও সিলেক্ট করতে পারবেন। হয়ে গেল আপনার পছন্দসই আসন বাছাই।

এবার বাঁদিকে নিচে কোনের দিকে আপনার টিকিটের মূল্য দেখাবে। সেইসঙ্গে এর পাশে আরও একবার BOOK লেখা লাল রংয়ের ট্যাবে ক্লিক করুন।

১০. অবশেষে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। আপনি বিভিন্ন উপায়ে (যেটা আপনার সুবিধে হবে) বিকল্প গ্রহণ করতে পারেন। তবে মোট টাকা পেমেন্ট করার সময় আপনাকে অতিরিক্ত কিছু টাকা কনভিনিয়েন্স ফি হিসেবে দিতে হবে। পেমেন্ট করে দিন টাকা।