HomeSports NewsATK Mohun Bagan: বাগানের জার্সি পড়ে মাঠে প্রবেশে বাধা, বিবৃতি দিল নাইট...

ATK Mohun Bagan: বাগানের জার্সি পড়ে মাঠে প্রবেশে বাধা, বিবৃতি দিল নাইট ম্যানেজমেন্ট

- Advertisement -

গত কলকাতা- লখনউ ম্যাচে কেকেআরের ঘরের মাঠে সবুজ-মেরুন (ATK Mohun Bagan) জার্সি গায়ে চাপিয়ে খেলতে নেমেছিল সুপার জায়ান্টস। দলের মূল জার্সি একেবারে অন্যরকম দেখতে হলেও কলকাতার অন্যতম দল মোহনবাগানের ঐতিহ্য ও ইতিহাস কে সম্মান জানানোর পাশাপাশি তাদের আইএসএল জয়ের কথা মাথায় রেখে এই নয়া পরিকল্পনা নিয়েছিল লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

সেইমতো এই নয়া জার্সি পড়ে মাঠে নামে দলের খেলোয়াড়রা। একইভাবে মোহনবাগান সমর্থকরা তাদের প্রিয় দলকে সমর্থন করার পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কা কে ধন্যবাদ জানিয়ে সবুজ-মেরুন জার্সি পড়ার পাশাপাশি দলীয় স্কাফ ও টিফো নিয়ে মাঠে ঢোকার চেষ্টা করতেই দেখা দেয় বিপত্তি।

Advertisements

এই প্রসঙ্গে সবুজ-মেরুন সমর্থকদের একাংশের অভিযোগ ছিল মাঠের ৯ ও ১৩ নম্বর গেট দিয়ে মোহনবাগানের জার্সি পরিহিত কোনো সমর্থকদের কেই নাকি মাঠে প্রবেশ করতে দিচ্ছিলেন না সেখানকার নিরাপত্তা কর্মীরা। এক সমর্থকের কথায়, মোহনবাগানের পতাকা এবং স্কাফ গেটের বাইরে রেখেই নাকি মাঠে প্রবেশ করতে হচ্ছিল সমর্থকদের।

এমনকি যারা দলের জার্সি পড়ে এসেছিলেন, তাদের অনেকেই বাইরে এসে জার্সি উল্টো করে পড়ে তারপর মাঠের ভিতরে প্রবেশ করেছিল। এক্ষেত্রে পুলিশের বদলে নাকি কলকাতা নাইটরাইডার্সের কর্মীদের তরফ থেকেই এমন সিদ্ধান্ত জানানো হয়েছিল। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল আপামর মোহন জনতা। তাই পরেরদিন ক্লাবের তরফ থেকে ও এই নিয়ে জারি হয় বিশেষ বিজ্ঞপ্তি। পাশাপাশি দলের সমর্থকদের স্বাধীনতা হরন করার কথাও উঠে আসে বাগান সচিবের তরফ থেকে।

এই প্রসঙ্গে আজ নিজেদের বিবৃতি জারি করল কলকাতা নাইট রাইডার্স। তাদের তরফে জানানো হয়, গত ২০ তারিখের ম্যাচে কেকেআর ম্যানেজমেন্ট কিছু সমর্থকদের ইডেনে প্রবেশ করতে বারন করে। তবে এক্ষেত্রে স্টেডিয়াম ক্রাউড ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। আমাদের জানানো হয়েছিল, কিছু ব্যক্তিবর্গের দ্বারা অ্যামবুশ বিপননের চেষ্টা করা হয়েছিল। তাদের তরফে আরো বলা হয়, কেকেআরের সঙ্গে আপামর মানুষের সম্পর্ক নিবিড় করার জন্যই ইডেন কে তাদের হোমগ্রাউন্ড করা হয়েছে। তারা কখনোই কাউকে অসম্মান করার পরিকল্পনা পোষণ করে না।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ