বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত ইডেন গার্ডেন, পরিদর্শনে CAB সভাপতি

আগামী বছর ভারতে বিশ্বকাপের আসর বসবে। তারই প্রস্তুতি হিসেবে বুধবার ইডেন গার্ডেনের পরিকাঠামো পরিদর্শন করলেন বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা CAB সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলী। সঙ্গে ছিলেন…

CAB

short-samachar

আগামী বছর ভারতে বিশ্বকাপের আসর বসবে। তারই প্রস্তুতি হিসেবে বুধবার ইডেন গার্ডেনের পরিকাঠামো পরিদর্শন করলেন বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা CAB সভাপতি স্নেহাশিষ গাঙ্গুলী। সঙ্গে ছিলেন সচিব নরেশ ওঝা সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সচিব দেবব্রত দাস এবং স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান শান্তনু মিত্রও।

   

প্রসঙ্গত, বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে (ভারত বনাম নিউজিল্যান্ড) দলের পরাজয়ের পর ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক শিখর ধাওয়ান বলেন যে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের ম্যাচ গুরুত্বপূর্ণ কেননা, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা ‘আরও বাস্তবিক সফর’ হবে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ০-১ ব্যবধানে হেরেছে কিউইদের বিরুদ্ধে