দিনকয়েক আগেই আইএসএল (ISL) সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুম্বাই সিটি এফসি কে পরাজিত করে ফাইনালের টিকিট সুনিশ্চিত করেছে বেঙ্গালুরু এফসি। এরপরে দিনকয়েক আগেই দ্বিতীয় লেগে ট্রাইবেকারের মাধ্যমে হায়দরাবাদকে পরাজিত করে ফাইনালে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান।
যারফলে আগামী ১৮ই মার্চ গোয়ার জওহরলাল নেহেরু ফতৌদাজ স্টেডিয়ামে কাপ জয়ের ম্যাচ খেলবে দুই দল। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে ফুটবলপ্রেমীদের। দলের হয়ে এই ম্যাচ দেখতে এটিকে মোহনবাগানের পাশাপাশি বেঙ্গালুরু এফসির ও বহু সমর্থক আসতে চলেছেন গোয়ার বুকে। এবার তাদের জন্য সুখবর আনল এফএসডিএল। জানা গিয়েছে এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই স্টেডিয়ামে হবে খ্যাতনামা ডিজে চেতাসের অনবদ্য পারফরম্যান্স।
এককথায় তার জনপ্রিয় ডিজে ম্যাশ-আপের সুরে মেতে উঠবে গোটা স্টেডিয়াম। তবে এখানেই শেষ নয়। ফাইনালের এই গোটা অনুষ্ঠানটি আরো কার্যকরী করে তুলতে স্টেডিয়ামে হাজির থাকবে গোয়ার বিখ্যাত এ২৬ ব্যান্ড। যারা গোয়ার মানুষদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে খুব সহজেই। কিন্তু টিকিট?
আপাতত যতটুকু জানা গিয়েছে, সেই অনুযায়ী ১০০ টাকা থেকেই শুরু হচ্ছে টিকিট মূল্য। এছাড়াও ১৫০ টাকার পাশাপাশি ৩০০ টাকাতে ও মিলবে ম্যাচের টিকিট। যা জানা গিয়েছে, গোয়ার স্টেডিয়ামের নর্থ লোয়ার টায়ার ও নর্থ আপার টায়ারের পাশাপাশি ওয়েস্ট আপার এ ও ওয়েস্ট লোয়ারে বসতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা। পাশাপাশি ইস্ট আপার স্ট্যান্ড ও লোয়ার স্ট্যান্ডে ও বসানো হতে পারে বাগান সমর্থকদের।
তবে সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিট থেকে যেরকম ম্যাচ শুরু হত ঠিক একই রাখা হয়েছে সময়। যারফলে, বিকেল ৪ টে থেকেই শুরু হয়ে যাবে আইএসএলের বিদায়ী অনুষ্ঠান। যা চলবে বিকেল ৬টা বেজে ৩০ মিনিট পর্যন্ত। এরপরই শুরু হবে ডিজে চেতাস ও গোয়ার জনপ্রিয় ব্যান্ড এ২৬ এর শো। এখন এই ফাইনাল ম্যাচের জন্যই মুখিয়ে সবাই।