ATK Mohun Bagan: আইএসএল ফাইনালে দলে ফিরছেন এই সবুজ-মেরুন তারকা

আগামী শনিবার গোয়ায় আইএসএল ফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । তার আগেই সুখবর উঠে এলো সবুজ-মেরুন শিবিরে। এবার পায়ের চোট কাটিয়ে ফাইনাল ম্যাচের জন্য তৈরি আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)।

Ashique kuruniyan

আগামী শনিবার গোয়ায় আইএসএল ফাইনাল খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) । তার আগেই সুখবর উঠে এলো সবুজ-মেরুন শিবিরে। এবার পায়ের চোট কাটিয়ে ফাইনাল ম্যাচের জন্য তৈরি আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। সেইসাথে যথেষ্ট চনমনে রয়েছেন দলের আরেক তারকা হুগো বুমোস।

যারফলে, হিরো ইন্ডিয়ান সুপার লিগে কাপের ম্যাচ খেলতে নামার আগে বাড়তি অক্সিজেন পেল হুয়ান ফেরেন্দোর ছেলেরা। বেশকিছু দিন ধরেই চোটের সমস্যায় ভুগছিলেন কেরলের এই ফুটবলার। শেষ পর্যন্ত মুম্বাই তে চলে গিয়েছিলেন তিনি। তবে এবার অনেকটাই সুস্থ আশিক। যারফলে, একেবারে আত্মবিশ্বাসের তুঙ্গে বাগান শিবির।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, দিনকয়েক আগেই নক আউটের ম্যাচে ওডিশার বিপক্ষে খেলতে নামেন আশিক। তবে ম্যাচের ১১ মিনিটের মাথাতেই পায়ে গুরুতর চোট পান দলের এই ভরসাযোগ্য উইঙ্গার। অনেক চেষ্টা করে ও তারপরে আর মাঠে নামানো যায়নি তাকে। যারফলে, রীতিমতো কপালে ভাঁজ পড়ে গিয়েছিল এটিকে ম্যানেজমেন্টের তরফে। সেই ম্যাচেই আবার চোট পান দলের তারকা গোলকিপার বিশাল কাইথ।

যারফলে তাকে ও মাঠ ছেড়ে চলে যেতে হয়। শেষ পর্যন্ত আনোয়ারের উপর ভরসা রেখেই ম্যাচ জিতেছিল সবুজ-মেরুন। তবে সেমিফাইনালের প্রথম লেগের আগেই সুস্থ হয়ে ফিরে এসেছিলেন গোলরক্ষক বিশাল। তবে আশিকের চোট গুরুতর থাকায় তার পক্ষে আর ফেরা সম্ভব হয়নি। যারফলে, লিস্টন কে দিয়েই সেমির প্রথম লেগে দল সাজাতে হয় স্প্যানিশ কোচের।

তবে অফফর্মে থাকায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। এমনকি সেমির দ্বিতীয় লেগে ও আশিক কে মাঠে নামানোর আপ্রান চেষ্টা চালানো হয় এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হয় দলের ফিজিওর তরফ থেকে। তবে সেই চেষ্টা ও খুব একটা কাজে আসেনি। তাই সেমির শেষ ম্যাচে ও লিস্টন কে দিয়েই শুরু করে দল। একাধিকবার সহজ সুযোগ নষ্ট করতে দেখা যায় সেই তারকাকে।

তবে শেষ পর্যন্ত ট্রাইবেকারে দলের অধিনায়ক প্রীতম কোটালের গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে এটিকে মোহনবাগান শিবির। এবার দলে ফিরছেন আশিক। যারফলে আবার ও চেনা ভঙ্গিমায় উইং থেকে আক্রমন শানাতে দেখা যেতে পারে তাকে। এবার আসন্ন ফাইনালের আগে তাকে দলে পেয়ে ফাইনাল ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাস বেড়েছে মোহনবাগান ফুটবলারদের।