আইএসএলে কেরালার হয়ে কতটা প্রভাব ফেলবেন এই অজি তারকা?

নতুন আইএসএল (ISL) মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই নিজেদের দল গঠন শুরু করে দিয়েছিল বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দল গুলি।

jaushua sotirio kerala blasters

নতুন আইএসএল (ISL) মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই নিজেদের দল গঠন শুরু করে দিয়েছিল বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে এফসি গোয়ার মতো দল গুলি। পরবর্তীতে আসরে নামে ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টের মতো দলগুলি। তবে প্রথম দিকে খুব একটা সক্রিয় না হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফেরে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স।

গত মরশুমের শেষটা খুব একটা সুখকর ছিল না তাদের পক্ষে। বেঙ্গালুরু এফসির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে তবে এবার নতুন করে সমস্ত কিছু শুরু করার ভাবনা তাদের। সেইমতো এবার প্রতিপক্ষের রক্ষনভাগে ঝড় তোলার পাশাপাশি দলের আক্রমণভাগে এক ভরসাযোগ্য তারকা বেছে নিল কেরালা।

নতুন ফুটবল মরশুমের কথা ভেবে এবার নিউক্যাসল জেটস এফসি থেকে দক্ষিণ ভারতের এই ফুটবল দলে যুক্ত হলেন অজি ফরোয়ার্ড জশুয়া সোটিরিও। যতদূর জানা গিয়েছে, আগামী দুই বছরের জন্য এই তারকা ফুটবলার কে দলে টেনেছে কেরালা। যা নিঃসন্দেহে বড়সড় চমক। গত মরশুমে এ-লিগের এই ক্লাবের হয়ে খেলেছেন মোট ২৪ টি ম্যাচ। যার মধ্যে ৩টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট রয়েছে তার ঝুলিতে।

মূলত পেশাদার ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করার পর খেলেছেন দেশের একাধিক ফুটবল দলে। নজর ও কেড়েছেন অনেকের। তবে এই প্রথমবার অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে আসতে চলেছেন এই তারকা ফরোয়ার্ড। পরিসংখ্যান অনুযায়ী দেখলে গত ২০১৩ মরশুম থেকে একেবারে শেষ মরশুম পর্যন্ত খেলেছেন মোট ১৮০ টি ম্যাচ। সব মিলিয়ে গোল রয়েছে ৩১টি। পাশাপাশি গোল রয়েছে মাত্র ১১টি।

একটা সময় অস্ট্রেলিয়ার বিখ্যাত দল সিডনি ওয়ান্ডার্সের দ্বিতীয় ডিভিশনের হয়ে শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। পরবর্তীতে সুযোগ পান সেই দলের প্রথম ডিভিশনে। পরবর্তীতে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ ও আসে তার কাছে। মোট চারটি মরশুম পুরোনো ক্লাবে কাটিয়ে তিনি চলে আসেন ওয়েলিংটন ফিনিক্সে। সেখানে খেলে গিয়েছেন মোট ৩ টি মরশুম। তারপর এবার যুক্ত হয়েছেন ভারতের এই জনপ্রিয় ফুটবল দলে। কিন্তু কেন এই তারকা ফুটবলার কে দলের সঙ্গে যুক্ত করল কেরালা?

যতদূর খবর, এই ফুটবলার খেলার ভঙ্গি নাকি যথেষ্ট পছন্দ কেরল কোচ ইভান ভুকোমানোভিচের। একজন গতিশীল ফরোয়ার্ড হওয়ার পাশাপাশি মাঝখান থেকে ও দলকে নেতৃত্ব দিতে পারেন ব্যাপকভাবে। যা প্রতিপক্ষের রক্ষনভাগে কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া বল ধরে চোরা গতিতে এগোনোর পাশাপাশি প্রয়োজন মতো পাসিং ফুটবল খেলেও উঠে আসতে সক্ষম এই জশুয়া। সেজন্যই নাকি এই অজি ফরোয়ার্ডের উপর নজর পড়েছে কেরালার। তবে ভারতীয় ফুটবল ক্লাবের এই জার্সিতে এবারের এই নতুন মরশুমে কতটা সফল হতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।