অস্ট্রেলিয়া সফরের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভাবাচ্ছে রোহিতরদের!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় (WTC Points Table) পরিবর্তনগুলো অতি তাৎপর্যপূর্ণ। এক মাস আগের অবস্থায় ভারত শীর্ষে থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। নিউ জিল্যান্ডের (New…

how Indian Cricket Team will play WTC Final

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় (WTC Points Table) পরিবর্তনগুলো অতি তাৎপর্যপূর্ণ। এক মাস আগের অবস্থায় ভারত শীর্ষে থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। নিউ জিল্যান্ডের (New Zealand) কাছে হেরে ভারত (India) এখন দ্বিতীয় স্থানে, আর অস্ট্রেলিয়া শীর্ষস্থান দখল করে নিয়েছে। আগামীতে অস্ট্রেলিয়া সফর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য কঠিন এক চ্যালেঞ্জ। সেখানে ৫ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফলের ওপর রোহিত-বিরাটদের ভাগ্য নির্ভর করছে। ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) খেলতে পারবে কি না?

সিরিজ হেরে নিজেকে দায়ী করে কোথায় খামতি ছিল জানালেন রোহিত

   

অস্ট্রেলিয়া তাঁদের ১২টি টেস্টের মধ্যে ৮টি জিতে ৯০ পয়েন্ট অর্জন করেছে, যার পয়েন্টের শতাংশ ৬২.৫০। ভারতের অবস্থান অবশ্য এখনও ভাল, কিন্তু পয়েন্টের শতাংশের দিক থেকে তাঁরা বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। ভারত ১৪টি টেস্টের মধ্যে ৮টি জিতলেও ৫টি হেরেছে এবং ১টি ড্র করেছে, ফলে তাঁদের পয়েন্ট ৯৮ হলেও শতাংশ মাত্র ৫৮.৩৩।

“লড়াই এবার শুরু হল….” মহামেডান ম্যাচের আগে নতুন চ্যালেঞ্জ নিলেন অস্কার

শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডও ভারতের ঘাড়ে কার্যত = নিঃশ্বাস ফেলছে। শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৫৫.৫৬, আর নিউ জিল্যান্ডের ৫৪.৫৫। এই পরিস্থিতিতে, ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে জয়ী হতে হবে যাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তাঁদের সামনে আসে।

রোহিত শর্মা ও ভারতের ব্যাটিংয়ের নিয়ে ‍‘বিস্ফোরক’ মাইকেল ভন

অথচ, ঘরের মাঠে সিরিজ হারার পর গৌতম গম্ভীরদের এই ধাক্কা কাটিয়ে উঠা সহজ হবে না বলেই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় দলের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নেওয়া এক জরুরি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের সেরা ফর্মে ফিরে আসা ছাড়া অন্য কোনো উপায় নেই।

WTC Points Table after India lost test series against New Zealand