Hockey World Cup 2023: ১৫তম FIH বিশ্বকাপ পুরুষদের হকি টুর্নামেন্টের পুল D ম্যাচে স্পেনকে ২-০ গোলে হারিয়ে শিরোপার অন্যতম শক্তিশালী দাবীদার ভারত।
Advertisements
নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে ২০,০০০ জনেরও বেশি দর্শকের সামনে খেলা খেলায়, যেটিকে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম বলা হয়, অমিত রোহিদাস ১২তম মিনিটে পেনাল্টি কর্নারে ভারতের হয়ে প্রথম গোলটি করেন। ২৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হার্দিক সিং।
বিজ্ঞাপন
বিরতির পর গোল করতে পারেনি কোনো দলই। ভারতকে ১৫ জানুয়ারি একই মাঠে পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে খেলতে হবে এবং শেষ লিগ ম্যাচটি ১৯ জানুয়ারি ভুবনেশ্বরে ওয়েলসের বিপক্ষে হবে।