ফিরছে কি সেই সোনালী দিন? পরিসংখ্যান বলছে, আসন্ন সুদিন। বিগত কয়েক মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে ইস্টবেঙ্গলকে (East Bengal) মনে হচ্ছে ইস্টবেঙ্গলের মতো। ক্লাবের প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার পরিসংখ্যান ছুঁয়েছে কার্লোস কুয়াদ্রতের (Carles Cuadrat) ইস্টবেঙ্গল।
এক মরসুমে দুবার ফাইনাল। প্রথমে ডুরান্ড কাপ, এবার কলিঙ্গ সুপার কাপ। কলকাতা ফুটবল লীগেও খেতাব জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল দল। খেলায় হার জিত থাকে। হারলেও দল ভাল খেললে সমর্থকরা দিন শেষে স্বস্তির কারণ খুঁজে পান। বিগত কয়েক মরসুম ইস্টবেঙ্গল যে খেলা খেলেছিল সেটা বলার মতো নয়। এই মরসুমে অন্য কথা। অভিজ্ঞ হাইপ্রোফাইল কোচ কার্লেস কুয়াদ্রতের হাতে পরে লাল হলুদ মশালে গনগনে আঁচ।
কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠেছে দল। প্রতিপক্ষ ওড়িশা এফসি। প্রতিপক্ষ এক, টুকরো টুকরো লড়াই অনেক। পরিসংখ্যানও বেশ কিছু। আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার পরিসংখ্যান ছুঁয়েছে এবারের ইস্টবেঙ্গল।
২০১৮-১৯ মরসুমে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইস্টবেঙ্গল। কোচ ছিলেন আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। লাল হলুদ সমর্থকদের ‘আলে স্যার’। এই রেকর্ড স্পর্শ করেছে বর্তমান ইস্টবেঙ্গল দল। সুপার কাপের সেমিফাইনাল জেতার পরেই লাল হলুদ ব্রিগেড স্পর্শ করেছে অতীতে এই পরিসংখ্যান।