Asian tournament: কলকাতার দুই ক্লাবই খেলবে এশিয়ান টুর্নামেন্ট

    বাংলার ফুটবলের জন্য বড় খবর। রাজ্যের অন্যতম দুই প্রধান ক্লাব খেলবে আন্তর্জাতিক টুর্নামেন্ট। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুই ক্লাবই এশিয়ান প্রতিযোগিতায় (Asian tournament)…

East Bengal, Mohun Bagan

short-samachar

   

বাংলার ফুটবলের জন্য বড় খবর। রাজ্যের অন্যতম দুই প্রধান ক্লাব খেলবে আন্তর্জাতিক টুর্নামেন্ট। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দুই ক্লাবই এশিয়ান প্রতিযোগিতায় (Asian tournament) অংশ নিতে চলেছে।

সোমবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যার ফলে এশিয়ান টুর্নামেন্টে সরাসরি খেলার টিকিট পেয়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তার আগে ইস্টবেঙ্গল এফসি কলিঙ্গ সুপার কাপ জিতে আগেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিল। এবার মোহনবাগানও পেয়ে গিয়েছে।

কলকাতা কি সত্যি আর ভারতীয় ফুটবলের মক্কা? গত মরসুমেও এই প্রসঙ্গে খুব আলোচনা শোনা গিয়েছিল। ভারতীয় ফুটবলে দক্ষিণী ক্লাবের দাপট চোখে পড়ার মতো। আই লিগে গোকুলাম কেরালার উত্থানের কথা ভারতীয় ফুটবল প্রেমীরা জানেন। সেই সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি সমীহ আদায় করার মতো পারফরম্যান্স করার চেষ্টা করেছে। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে কেরালা ব্লাস্টার্স হয়তো কিছুটা এগিয়ে থাকবে।

মরসুমের শুরুর দিকে ডুরান্ড কাপ, তারপর কলকাতায় এসেছে কলিঙ্গ সুপার কাপ, এখন লিগ শিল্ড। ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট দুই ক্লাব খেলতে চলেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট। অনেক সমালোচনার জবাব দিল দুই প্রধান ক্লাব। আন্তর্জাতিক স্তরেও এবার তুলে ধরতে হবে ক্লাবের গৌরব।