কলকাতার ফুটবল প্রেমী জনতার অন্যতম পছন্দের ফুটবলার হীরা মণ্ডল (Hira Mondal)। নতুন মরসুমে তিনি কোন ক্লাবে খেলবেন সে ব্যাপারে কৌতূহল রয়েছে তার অনুগামীদের মধ্যে। সামাজিক মাধ্যমে ফুটবল সংক্রান্ত আলোচনায় প্রায়ই উঠে আসে হীরা মণ্ডলের নাম। আগামী মরসুমে দল নিয়ে মুখ খুললেন হীরা মণ্ডল। সামাজিক মাধ্যমে ভিডিও করে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি।
বাংলার ফুটবল প্রেমী মানুষ বিশেষত ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকদিন মনে রাখবেন হীরা মণ্ডলকে। ক্লাবের লাল হলুদ জার্সি পরে ইন্ডিয়ান সুপার লিগে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বঙ্গ তনয়। ২০২১-২২ মরসুমে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে নিজেকে তুলে ধরেছিলেন অন্য উচ্চতায়। দল হিসেবে সেই মরসুমে ইস্টবেঙ্গল ভালো খেলতে না পারলেও হীরা মণ্ডলের ফুটবল প্রতিভা নজর কেড়েছিল সবার। মরসুম শেষে সবার পর সবার মনে প্রশ্ন ছিল, কলকাতার এই ফুটবলার কি আগামী দিনেও ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন?
শেষ পর্যন্ত সেটা হয়নি। বেশ কিছুদিন অপেক্ষা করেছিলেন হীরা মণ্ডল। তারপর করেছিলেন দল বদল। ইস্টবেঙ্গল ক্লাবে তখন ডামাডোল পরিস্থিতি। এই অবস্থায় বেঙ্গালুরু ফুটবল ক্লাবকে বেছে নিয়েছিলেন তিনি। তারকা খচিত বেঙ্গালুরু এফসিতে সময়টা ভালো যায় হীরার। প্রায় গোটা মরসুম মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে। সুযোগ না পেয়ে তিনি নিজেও ক্লাবের প্রতি খুব একটা খুশি হতে পারছিলেন না। যার ফলে আবার দল বদল করেন। বেঙ্গালুরু থেকে পাড়ি দিয়েছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে।
খাতায় কলমে হীরা মণ্ডল এখনো নর্থইস্ট ইউনাইটেডের ফুটবলার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন মরসুমের দলের কথা জানিয়েছেন এই লেফট ব্যাক। আসন্ন মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে দেখা যাবে তাকে। আরো এক বছরের চুক্তি রয়েছে ক্লাবের সঙ্গে। তাই হীরার গন্তব্য এখন দেশের উত্তর পূর্ব অঞ্চলে।