Purba Medinipur: তৃণমূল সমর্থকের সু়ইসাইড নোটে বিজেপি নেতার নাম, রামনগরে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের রামনগরে তৃণমূল কংগ্রেস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তার মৃত দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুসাইট নোট। সেই সুইসাইড নোটে স্থানীয়রা…

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল।

পূর্ব মেদিনীপুরের রামনগরে তৃণমূল কংগ্রেস কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তার মৃত দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুসাইট নোট। সেই সুইসাইড নোটে স্থানীয়রা এক বিজেপি কর্মীর নাম রয়েছে। মৃতের নাম চন্দন সামন্ত। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। রামনগরের কনিওর দক্ষিণে তার বাড়ি।

মৃত তৃ়ণমূল কংগ্রেস কর্মীর নাম চন্দন সামন্তর পরিবারের দাবি, বিজেপিই এই আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। মানসিক চাপে চরম সিদ্ধান্ত নেন চন্দন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ।

অভিযোগ, পঞ্চায়েত ভোটে কনিওরা দক্ষিণ বুথে তৃণমূল হেরে যায়। ভোট শেষ হওয়ার পর এলাকার বিজেপির নেতাকর্মীরা চন্দনকে লাগাতার কটূক্তি করত বলে অভিযোগ। মানসিক অত্যাচারে ভেঙে পড়েছিলেন চন্দনুয়া। অবসাদে তিনি আত্নঘাতী হন বলে অভিযোগ। তবে সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, অসুস্থ ছিলেন চন্দন বিজেপির কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।