
সতীর্থদের দিকে ভাসিয়ে দিয়েছিলেন বল। ক্রস বাড়িয়েছিলেন। বাঁক নিয়ে বল চলে যাচ্ছিল প্রতিপক্ষের গোলের দিকে। মঙ্গলবার ডুরান্ড কাপে উপভোগ্য একটি ম্যাচ হয়েছে। বেঙ্গালুরু ফুটবল ক্লাব ও ফুটবল ক্লাব গোয়ার মধ্যে ম্যাচ হয়েছে তুল্যমূল্য। যে কোনো দলই জিততে পারতো। বেঙ্গালুরুকে হীরা মন্ডল (Hira Mondal) জেতাতে পারতেন।
ম্যাচের ৮৩ মিনিটে ক্রস বাড়িয়েছিলেন হীরা মন্ডল। ভাগ্য সুপ্রসন্ন থাকলে বল হয়তো জড়িয়ে যেত ফুটবল ক্লাব গোয়ার জালে। তেমনটা হয়নি। বল লাগে বারে। গোলপোস্টে বল লেগে হীরার মাথায় হাত। গোল হল না।
এদিন রয় কৃষ্ণা গোল পাননি। তবে সুনীল ছেত্রী যথারীতি গোল পেয়েছেন। সেই সঙ্গে শিবাও গোল পেয়েছেন। গোয়াও দুটি গোল পেয়েছে। ফলত ম্যাচ শেষে দুই দলকে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে এদিন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










