Hira Mondal : হীরা মন্ডল হয়তো প্রকৃত মশালধারী

hira mondal

এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি হীরা মন্ডল (Hira Mondal )। অপেক্ষা করছেন। ইন্ডিয়ান সুপার লিগের অন্য ক্লাবের অফার থাকার পরেও এখনও তাতে সম্মতি জানাননি তিনি।

হীরা মন্ডল আগামী মরশুমে কোন ক্লাবে খেলেন সেদিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা। অনেক দিন আগে জানা গিয়েছিল যে তাঁর কাছে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইয়ান ফুটবল ক্লাবের প্রস্তাব রয়েছে। হীরা চাইলে আগেই দল বদল করে ফেলতে পারতেন।

   

ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা চাইছেন আগামী মরসুমেও হীরা তাঁদের ক্লাবের হয়েই খেলুক। হীরাও হয়তো তাই চাইছেন। এখনও অপেক্ষা করছেন তিনি। খবর অনুযায়ী, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য তিনি আরও একটু অপেক্ষা করতে প্রস্তুত।

গত মরসুমে ধূমকেতুর মতো হীরা মন্ডলের আগমণ। গোটা দলে পারফরম্যান্স যখন পাতে দেওয়ার মতো, তখন হীরা ব্যতিক্রম। প্রায় প্রতি ম্যাচে উজাড় করে দিয়েছিলেন নিজেকে। ভাঙা নাকেও ছিলেন মাটি আঁকড়ে।

ইস্টবেঙ্গল ক্লাবে যখন ডামাডোল পরিস্থিতি, খুব কাছে থাকা ফুটবলাররাও যখন দূরে চলে যাচ্ছেন, হীরা সেখানে ব্যতিক্রম। পেশাদার ফুটবলে টাকা বড় ফ্যাক্টর। তবুও কোথাও না কোথাও আবেগ কাজ করে। ইস্টবেঙ্গল কিংবা ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের প্রতি হীরার মধ্যেও হয়তো আবেগ কাজ করছে। তাই ভালো প্রস্তাব থাকা স্বত্বেও আরও অপেক্ষা করতে চাইছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন