শুভেন্দু অন্যায় করলে তাঁকে গ্রেফতার করুক, সারদা কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক BJP বিধায়ক

দল থেকেই বিপদ সংকেত পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকলে শুভেন্দু কে গ্রেফতার করা হোক। হরিণঘাটার বিজেপি (BJP) বিধায়ক…

Suvendu Adhikari

দল থেকেই বিপদ সংকেত পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকলে শুভেন্দু কে গ্রেফতার করা হোক। হরিণঘাটার বিজেপি (BJP) বিধায়ক অসীম সরকারের এমন মন্তব্যের পর নদিয়া জেলা সহ রাজ্য জুড়েই বিতর্ক বাড়ছে।

সারদা কর্তা সুদীপ্ত সেন সম্প্রতি বলেন, শুভেন্দু ব্ল্যাকমেল করে টাকা নিত। জেলবন্দি সারদা কর্তার এমন দাবির পর থেকে রাজ্য সরগরম। কারণ, সারদা কেলেঙ্কারির সময় শুভেন্দু ছিলেন তৃণমুল কংগ্রেসে। এখন তিনি বিজেপি বিধায়ক।

এদিকে সুদীপ্ত সেনের মন্তব্য হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছে তৃণমূল। রাজ্যপালের কাছে এ বিষয়ে মতামত জানিয়েছেন তৃণমূল প্রতিনিধিরা।

এবার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বললেন, সারদা মামলায় শুভেন্দু অন্যায় করলে তাকেও গ্রেফতার করা হোক। তবে তিনি গানের ছন্দে তৃ়নমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধেও সরব হন।

বিজেপি বিধায়ক গাইঘাটার পাঁচপোতা বাজারে দলীয় মঞ্চ থেকে বলেন, সারদা কাণ্ডে কুণাল ঘোষকে গ্রেফতার করিয়েছিল তৃণমূল সরকার, সেই রাগ এখনও অবধি তাঁর মধ্যে রয়েছে। তাই তিনি শকুনি হয়ে তৃণমূলকে শেষ করবার জন্য এই সময় শুভেন্দুকে গ্রেফতার করার কথা বলছেন। কারণ, শুভেন্দু অধিকারী গ্রেফতার হলে তৃণমূলের সব নেতাই গ্রেফতার হবে।

বিধায়ক আরও বলেন, শকুনি হয়ে কুণাল ঘোষ তৃণমূলের গোড়া পর্যন্ত ঠেলে জেলে পাঠানোর জন্য এসব করছে । শুভেন্দু অধিকারী যদি অন্যায় করে থাকে তাহলে তাঁকে গ্রেফতার করা হোক।

কয়েকদিন আগেই সুদীপ্ত সেনের সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সুদীপ্ত সেনকে বলতে শোনা যায়, সিবিআই ডিরেক্টরকে যে দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন এখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। কতবার আপনার কাছ থেকে টাকা নিয়েছে? সাংবাদিকের প্রশ্নের জবাবে সুদীপ্ত সেন বলেন বহুবার। আমি সবটাই জানিয়েছি। এরপরেই সাংবাদিকের প্রশ্ন, টাকাপয়সার জন্য কি তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়েছিল। সারদাকর্তা পষ্টপষ্টিই বলেন, আমায় ব্ল্যাকমেল করত।

তৃণমূলের তরফে সুদীপ্ত সেনের সেই চিঠি প্রকাশ্যে আনা হয়েছে। চলতি মাসেই সেই চিঠি সিবিআইয়ের কর্তাকে সুদীপ্ত সেন লিখেছেন। তৃণমূল চাইছে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই।