চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওডিশা এফসি’র (Odisha FC) বিরুদ্ধে ১-২ গোলে হেরে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ওই ম্যাচে যেভাবে হীরা মণ্ডল শরীর ছুঁড়ে দিয়ে গোললাইন সেভ করে তাতে করে লাল হলুদ সমর্থকরা বলতে শুরু করেছে,”Hira is real our real 💎” যা সোশাল মিডিয়াতে এখন ভাইরাল।সোমবার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল খেলতে নামছে কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে। তার আগে লাল হলুদ ব্রিগেডেএ লেফট ব্যাক হীরা মণ্ডলের টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার লেফট ব্যাক হীরা মণ্ডল টুইট পোস্ট করে,”আরে বন্ধুরা, আমি #Twitter এ যোগ দিয়েছি এবং আমি এটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। একটি 💎 ড্রপ করুন এবং আমি আপনার বার্তাটি পছন্দ করব 😃 আশেপাশে দেখা হবে 🙌।”
এই টুইটের রিপ্লাইং টুইটে Gupta Ji Ka dagdaar Pota’র পোস্ট হল,”পরের মরসুম আর আমাদের ক্লাবে থেকো না হীরা ভাই। এমন কোন ক্লাবে খেলো যেখানে তোমার ট্যালেন্ট আর লড়াই যোগ্য মর্যাদা পাবে। তোমায় খুব তাড়াতাড়ি জাতীয় দলে দেখতে চাই। অল দা বেস্ট। 💎”Tamoghna রিপ্লাইং পোস্ট হল,”
💎 পরের মরসুমটা থেকে যাও ইস্টবেঙ্গলেই হীরা ভাই”
আবার,এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড় হীরা মণ্ডলের টুইট পোস্টের রিপ্লাইং টুইটে Proloy Gangulyর পোস্ট,”কেন থাকবে?এই রকম টানাপোড়েন ইনভেস্টর আর ক্লাবটার মধ্যে প্লেয়ার রাই কষ্ট করে বেতন না পায়।” আবার Abhishek Ghoshর রিপ্লাইং টুইট পোস্ট হল,”টুইটারে স্বাগতম হীরা… আপনি সত্যিই একজন হীরা (রত্ন)। এগিয়ে চলো। ফুটবল খেলার জন্য তরুণদের প্রভাবিত করতে থাকুন। অনুগ্রহ করে @sc_eastbengal এ থাকুন…. আমরা একসাথে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠব এবং আমাদের গৌরব পুনরুদ্ধার করব। এটা ইস্ট বেঙ্গল। তুমি কখনোই একাকী পথ চলবে না। 💎”
প্রসঙ্গত,ওডিশা এফসি’র বিরুদ্ধে লাল হলুদ শিবিরের হেডকোচ মারিও রিভেরা স্কোয়াডে নবাগত নাওচাকে লেফট ব্যাকে রেখে রাইট ব্যাকে হীরা মণ্ডলকে ঠেলে দেয়। হীরা লেফট ব্যাকের নিয়মিত খেলোয়াড়, তা সত্ত্বেও ফেরবদল রিভেরার গেমপ্ল্যানে।যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সমর্থকদের মধ্যে।