Hira Mandal: বেঙ্গালুরুর হয়ে প্রথম ম‍্যাচ খেলতে নেমে লাল কার্ড দেখলেন হীরা মন্ডল

Hira Mandal

গত মরশুমে হতশ্রী ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের মাঝে একমাত্র ইতিবাচক যদি কিছু ছিলো তা হীরা মন্ডলের (Hira Mandal ) পারফরম্যান্স।প্রতি ম‍্যাচে অসাধারণ পারফরম্যান্স দিয়ে সমর্থক’দের মনে জায়গা করে নিয়েছিলেন এই ভারতীয় ফুটবলার।

Advertisements

এমন একজন প্রতিভাবান ফুটবলার’কে চলতি মরশুমে ধরে রাখতে ব‍্যর্থ হয় ইস্টবেঙ্গল।ইমামি’র সাথে চুক্তি জঁট না কাটায় শেষ অবধি হীরা যোগ দান করেন বেঙ্গালুরু এফসি’তে।এরপরও তাকে নিয়ে নাটক অব‍্যাহত ছিলো লাল হলুদ ব্রিগেডে।যদিও শেষ অবধি তাকে আর নিতে পারেনি ইস্টবেঙ্গল ।

বুধবার ডুরান্ড কাপের ম‍্যাচে জামশেদপুর এফসি’র মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু।সেই ম‍্যাচে ব্লু’স’রা জয় পেলেও ক্লাবের হয়ে প্রথম ম‍্যাচের অভিজ্ঞতা হয়তো ভুলতেই চাইবেন হীরা।দুই বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।তখনও প্রায় আধঘন্টার খেলা বাকী।

Advertisements

হীরা মাঠ ছাড়ায় খানিকটা সমস্যায় পরেছিল বেঙ্গালুরু।এক গোল হজম করে তারা।কিন্তু দলের পাঁচজনের আঁটসাঁট রক্ষণের ফলে আর গোল হজম করতে দেয়নি ব্লুস’দের।সুনীল ছেত্রী এবং রয় কৃষ্ণা’র করা গোলে জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করলো বেঙ্গালুরু।