Debnath Mondal: ইস্টবেঙ্গলের হয়ে নজরকাড়া গোলকিপারকে রাতারাতি তুলে নিল মোহনবাগান

মাঝে হয়তো ২৪ ঘন্টারও অন্তর নেই। এরমধ্যে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগদান করলেন একজন ফুটবলার। কিন্তু এটা সম্ভব কিভাবে? ১৬ আগষ্ট নৈহাটিতে ইস্টবেঙ্গলে মুখোমুখি হয়েছিল ডায়মন্ডহারবার…

Goalkeeper, Debnath Mondal, ,footbal,East Bengal, ,Mohun Bagan

মাঝে হয়তো ২৪ ঘন্টারও অন্তর নেই। এরমধ্যে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগদান করলেন একজন ফুটবলার। কিন্তু এটা সম্ভব কিভাবে? ১৬ আগষ্ট নৈহাটিতে ইস্টবেঙ্গলে মুখোমুখি হয়েছিল ডায়মন্ডহারবার এফসি’র। ম‍্যাচে ইস্টবেঙ্গলের তিন কাঠির দায়িত্ব সামলেছিলেন দেবনাথ মন্ডল (Debnath Mondal)।

ম‍্যাচে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের ফুটবলার’রা তেমন নজর কাড়তে না পারলেও বেশ ভালো ফুটবল উপহার দিয়েছিলেন দেবনাথ। খেলা গোল শূন্য ভাবে ড্র হলেও ইস্টবেঙ্গলের কিন্তু ম‍্যাচে গোল হজম করার বেশ কিছুবার নিশ্চিত মুহূর্ত এসেছিল। কিন্তু সেই সব দারুণ ভাবে সামাল দেন দেবনাথ। ম‍্যাচের সেরার শিরোপা নিয়ে যান এই গোলকিপার।

এই ম‍্যাচের রেশ লাল হলুদের সমর্থক’দের মনে তাজা থাকার মাঝে এটিকে মোহনবাগানে সই করে ফেললেন দেবনাথ। এরপর থেকেই প্রশ্ন উঠছে এই স’ই কিভাবে সম্ভব ? তাহলে কি সংশ্লিষ্ট ফুটবলারের সাথে কোনও রকম চুক্তি না করেই কি এই ফুটবলার’কে খেলিয়েছিলো ইস্টবেঙ্গল? শোনা যাচ্ছে লাল হলুদের সাথে মৌখিক কথাবার্তা বলা থাকলেও কোনও চুক্তি হয়নি এই ফুটবলারের। আর সেই সুযোগে তাকে দলে তুলে নিয়ে চমকে দিলো সবুজ মেরুন।