Bangladesh: ‘খেলা হবে’ স্লোগানকে রাজনৈতিক অনুমোদন দিল আওয়ামী লীগ? বাংলাদেশ আলোড়িত

বাংলাদেশ (Bangladesh) থেকেই তৈরি হওয়া ‘খেলা হবে’ রাজনৈতিক হুমকি কি এবার ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ সরাসরি গ্রহণ করল ? এই প্রশ্নে আলোড়িত দেশটি। বুধবার…

বাংলাদেশ (Bangladesh) থেকেই তৈরি হওয়া ‘খেলা হবে’ রাজনৈতিক হুমকি কি এবার ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ সরাসরি গ্রহণ করল ? এই প্রশ্নে আলোড়িত দেশটি। বুধবার ঢাকায় রাজনৈতিক সমাবেশ থেকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন ‘প্রস্তুত থাকেন, খেলা হবে’।

বুধবার থেকেই আওয়ামী লীগ সরাসরি আগামী জাতীয় নির্বাচনের জন্য নেমে পড়ল বলে মনে করা হচ্ছে। কারণ, এর আগে দলটির সাধারণ সম্পাদক এমন বলেননি। আওয়ামী লীগ সূত্রে খবর, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত ইসলামি জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ থেকে জঙ্গি কাজে যারা গোপনে জড়িত তাদের সতর্ক করা হয়েছে।

ঢাকার জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়ায়দুল কাদের বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের ঠিকানা বিএনপিকে দেশের রাজপথে মোকাবিলা করতে হবে। প্রস্তুত থাকেন, খেলা হবে, রাজপথে খেলা হবে, রাজপথে মোকাবিলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে, সেখানে আমরা জয়লাভ করব। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’

এর পরেই বিতর্ক চরমে। অ়ভিযোগ, সরকারে থাকা দল রাজনৈতিক হুমকি দিতে শুরু করেছে। আরও অভিযোগ, আওয়ামী লীগ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে মদত দিচ্ছেন।

খেলা হবে স্লোগানের জন্ম:
‘খেলা হবে’ স্লোগানটির উদ্ভাবক আওয়ামী লীগেরই সাংসদ শামীম ওসমানের। তিনি নারায়ণগঞ্জ-৪ কেন্দ্র থেকে সংসদ সদস্য। বিতর্কিত এই নেতা রাজনৈতিক প্রচারে বছর পাঁচেক আগে বলেছিল ‘আসো, খেলা হবে’। সেই স্লোগান বাংলাদেশ জুড়ে ছড়িয়েছিল।

anubrata_khela-hobe

সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’:

তাৎপর্যপূর্ণ ঘটনা, শামীম ওসমানের ভাষণ থেকে বাংলাদেশে জন্ম নেওয়া ‘খেলা হবে’ সামাজিক গণমাধ্যমে পশ্চিমবঙ্গেও ছড়ায়। সীমান্ত পেরিয়ে ভারতের এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল হুমকি দিয়ে ‘খেলা হবে’, ‘ভয়ঙ্কর খেলা হবে’ বলে তীব্র আলোড়ন ফেলে দেন। স্লোগানটি এখন পশ্চিমবঙ্গের রাজনীতি সহ সেখানকার জনজীবনের যে কোনও ক্ষেত্রে যে কেউ ব্যবহার করেন। এমনকি তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপি, সিপিআইএমের নেতাদের মুখে বারবার এই স্লোগান শোনা গেছে। খোদ পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ বলে রাজনৈতিক বার্তা দেন। দলটির একটি জনপ্রিয় সঙ্গীত ‘খেলা হবে , খেলা হবে’।