Hira Mandal: কনস্টানটাইনের বাতিলের খাতায় থাকা হীরার কাছে প্রস্তাব দুই ISL ক্লাবের

ইতিমধ্যে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন ম‍্যানেজমেন্টের কাছে স্পষ্ট করে দিয়েছেন হীরা মন্ডলকে (Hira Mandal) দলে চাইছেন না তিনি।তার পছন্দের তালিকায় নেই বাংলার অত্যন্ত প্রতিভাবান এই…

hira mondal bengaluru fc

ইতিমধ্যে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইন ম‍্যানেজমেন্টের কাছে স্পষ্ট করে দিয়েছেন হীরা মন্ডলকে (Hira Mandal) দলে চাইছেন না তিনি।তার পছন্দের তালিকায় নেই বাংলার অত্যন্ত প্রতিভাবান এই ফুটবলার।

চলতি ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে একঝাঁক স্বপ্ন নিয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর পাশে খেলবেন বলে বেঙ্গালুরু এফসিতে যোগদান করেছিলেন হীরা মন্ডল। কিন্তু নিয়মিত প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছিলেন না।

   

পরবর্তী সময়ে তাই মাঝপথেই বেঙ্গালুরু এফসি ছেড়ে দেন হীরা। হীরা বেঙ্গালুরু এফসি ছাড়ার পর থেকে তার ফের ইস্টবেঙ্গলে যোগদান করার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছিলো। শোনা যাচ্ছিলো তার এজেন্ট এব‍্যাপারে কথা বার্তা চালিয়েছিলো লাল হলুদ ব্রিগেডের সাথে। যাতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হীরাকে তারা দলে নেন।

কিন্তু খোদ দলের কোচ যেখানে নিতে চাইছেন না এই ফুটবলারকে। সেখানে কর্মকর্তাদের ভূমিকা কি হতে চলেছে সেটা সময়ই বলবে। তবে এইমুহুর্তে হীরা মন্ডল কে দলে পেতে আগ্রহী আইএসএলের দুই ক্লাব। চেন্নাইয়ান এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড।চেন্নাইয়ান তো একেবারে আধা বঙ্গ ব্রিগেড তৈরী করেছে এবার। গোটা দলটায় একাধিক প্রতিভাবান বঙ্গ ফুটবলার আছেন।

কিন্তু কেনো স্টিফেন কনস্টানটাইন চাইছেন না তার দলে হীরা মন্ডলকে নিতে ? সেই প্রশ্ন ওঠাটাই এখন স্বাভাবিক। আসলে জেরির ব‍্যাক আপ হিসেবে ইস্টবেঙ্গল দলে রয়েছে প্রীতম কুমার সিং। তাই হীরাকে ব‍্যাক আপ হিসেবে চাইছেন না লাল হলুদের কোচ।

হীরা মন্ডলের পরবর্তী গন্তব‍্য হতে চলেছে কোন ক্লাব। সেটা জানতে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে জানুয়ারি মাস অবধি।শেষে কোনও ভাবে নাটকীয় পরিবর্তনে ফের লাল হলুদের জার্সি গায়ে চাপাতে পারে হীরা ? সেই উত্তর আপাতত সময়ের খাতায় তোলা থাক।