বেশ কিছু দিন আগে শেষ হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের মরসুম। নতুন মরসুম শুরু হওয়ার আগে আপাতত ছুটিতে রয়েছেন ফুটবলাররা। পেশাদার ফুটবলে এখন সেই অর্থে ছুটি কাটানোর অবকাশ নেই. মাঠে নামার জন্য নিজেকে তৈরি রাখতে হবে। আগামী সিজনের আগে কী করছেন হিজাজি মাহের (Hijazi Maher)। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিয়েছেন আপডেট।
Mohun Bagan: এক সময়ে মোহনবাগানের নজরে থাকা ফুটবলার খেলবে বুন্দেশলিগা!
এ বছর শেষ হওয়ার ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের মাঝামাঝি সময়ে ইস্টবেঙ্গল দলে সই করেছিলেন হিজাজি মাহের। ক্রমে নিজেকে মানিয়ে নিয়েছিলেন দলের সঙ্গে। রক্ষণে নির্ভরতা জোগানোর পাশাপাশি গোল করার দক্ষতা রয়েছে তাঁর। খেলার মধ্যেই ছিলেন। তাই তাঁর ফিটনেস নিয়ে সমস্যা হয়নি খুব একটা। নতুন দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যেটুকু সময় লাগার।
East Bengal: কুয়াদ্রত আসার পর ইস্টবেঙ্গলে বেড়েছে গোপনীয়তা?
লাল হলুদ ব্রিগেডের সঙ্গে মানিয়ে নেওয়ার পর নিজের প্রতিভার পরিচয় দিতে শুরু করেছিলেন হিজাজি মাহের। ইস্টবেঙ্গল সিনিয়র দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রত নিজে দেখে সিলেক্ট করেছিলেন হিজাজিকে। মরসুম থেকে ছিটকে যাওয়া জর্ডান এলসের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
পরের মরসুমে হিজাজি মাহের কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে লাল হলুদ সমর্থকদের মনে প্রশ্ন ছিল। তাঁর কাছে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ ছিল বলেও শোনা গিয়েছিলে। তবে এখন আশা করা হচ্ছে পরের মরসুমেও ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন হিজাজি মাহের।
East Bengal: কুয়াদ্রতের এই ‘আবিষ্কার’ ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রাখবেন দীর্ঘ দিন
পরের মরসুমের আগে নিজেকে তৈরি রাখছেন হিজাজি মাহের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন স্টোরি। স্টোরিতে দেখা গিয়েছে হিজাজি গা ঘামাচ্ছেন। নিজেকে ফিট রাখার জন্য কসরত করছেন তিনি। সিনিয়র দলের জন্য মরসুম শেষ হলেও নিজেকে তৈরি রাখার কাজে কোনো ত্রুটি রাখতে চাইছেন না তিনি।