আসন্ন আইএসএলে (Hero ISL) জামশেদপুরেই খেলবেন এলি সাবিয়া। ২০২৩ অবধি তার সাথে চুক্তি বাড়ালো ক্লাব। জামশেদপুরের সাথে নতুন চুক্তি মেটার পর সাবিয়া বলেছেন, ” জামশেদপুর ক্লাব হিসেবে খুব বড় স্বপ্ন লালন করছে দেখেছি।আমরা গত মরশুমে ‘চ্যাম্পিয়ান্স অফ ইন্ডিয়া’ হয়েছি।এবার ফের আরেকবার টাইটেল ডিফেন্ড করার লক্ষ্য নিয়ে নামবো।
Advertisements
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে আরও বেশি পরিমাণে রেকর্ড গড়াটাই অন্যতম লক্ষ্য আমার।হেড কোচের সাথে কাজ করার জন্যে ভীষণ ভাবে মুখিয়ে আছি।”
Advertisements
২০২১-২২ মরশুম শুরু’র আগে এই দীর্ঘকায় ফুটবলার যোগ দিয়েছিলেন জামশেদপুরে।মেন অফ স্টিলের যে স্কোয়াড আইএসএল শিল্ড জিতেছিলো সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।পিটার হার্টলের সাথে তার রক্ষন ভাগের ফুটবল দারুণ প্রশংসিত হয়েছিল।ক্লাবে ‘দ্য মাউন্টেন’ নামে পরিচিত ছিলেন তিনি।


