Sandesh Jhingan : মনে রাখার মতো ছবি, ‘লজেন্স মাসি’কে জড়িয়ে ধরলেন সন্দেশ

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছে দিন দুই হল। কিন্তু তার আমেজ এখনও রয়ে গিয়েছে। দুই দলের দ্বৈরথের কিছু টুকরো ছবি, মাঠের মুহূর্ত সামাজিক মাধ্যমে…

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছে দিন দুই হল। কিন্তু তার আমেজ এখনও রয়ে গিয়েছে। দুই দলের দ্বৈরথের কিছু টুকরো ছবি, মাঠের মুহূর্ত সামাজিক মাধ্যমে এখনও আলোচনার বিষয়। যার মধ্যে একটি, ময়দানের লজেন্স মাসিকে যখন জড়িয়ে ধরেছিলেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।

Advertisements

এটিকে মোহন বাগানের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের ম্যাচ ছিল ২১ মে। টিম বাস থেকে নেমে তখন মাঠে ঢুকছিলেন বাগান ফুটবলাররা। ব্যারিকেডের অন্য দিকে দাঁড়িয়ে ছিলেন যমুনা দাস। কলকাতা তথা ভারতীয় ফুটবল যাঁকে চেনেন লজেন্স মাসি নামে। সেই তাঁকে জড়িয়ে ধরেছিলেন সন্দেশ।

   

যমুনা দাস ইস্টবেঙ্গল অন্ত প্রাণ। তিরিশ বছরেরও বেশি সময় ধরে তিনি লাল হলুদের সমর্থক। বলা ভালো তিনি আদ্যন্ত একজন ফুটবল প্রেমী মানুষ।

Sandesh Jhingan
ইস্টবেঙ্গলের জার্সি পরে ময়দানের লজেন্স মাসি।

বছরখানেক আগে ফেডারেশনের পক্ষ থেকে লজেন্স মাসির এক সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। বলেছিলেন যে স্বামীর পর ইস্টবেঙ্গলকে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। ইস্টবেঙ্গল যখন মাঠে নামে তখন তাঁর অবস্থা ঠিক সেরকম হয়, যেরকম মাধ্যমিক পরীক্ষা দেওয়া কোনো পড়ুয়ার মা-এর অবস্থা।