East Bengal: Shree Cement কি মেটাবে ফুটবলারদের বেতন? বিচ্ছেদের আগে প্রশ্ন

বিচ্ছেদ আসন্ন। শ্রী সিমেন্টের (Shree Cement) পক্ষ থেকেও শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। সামনের সপ্তাহেই হয়তো ইস্টবেঙ্গল (East Bengal) এবং শ্রী সিমেন্টের ছাড়াছাড়ি হওয়ার খবর পেয়ে…

Shree Cement

বিচ্ছেদ আসন্ন। শ্রী সিমেন্টের (Shree Cement) পক্ষ থেকেও শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। সামনের সপ্তাহেই হয়তো ইস্টবেঙ্গল (East Bengal) এবং শ্রী সিমেন্টের ছাড়াছাড়ি হওয়ার খবর পেয়ে যাবেন ফুটবল প্রেমীরা। 

সূত্রের খবর, সামনের সপ্তাহে ইস্টবেঙ্গল ক্লাবে চিঠি পাঠাবে শ্রী সিমেন্ট। ঝুটঝামেলা ছাড়াই শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে পথ চলা শেষ করার ব্যাপারেই তারা আগ্রহী বলে জানা গিয়েছে। নথিভুক্ত সমস্ত ফুটবলারদের পুরো বেতন দেওয়া হবে বলেও মনে করা হচ্ছে। স্পোর্টিং রাইটের ব্যাপারেও ইস্টবেঙ্গলের কোনো সমস্যা হবে না বলে অনুমান। 

   

অন্য দিকে লাল হলুদের আগামী মরশুমে কারা বিনিয়োগ করবে তা এখনও নিশ্চিত নয়। ক্লাব কর্তারা বাংলাদেশ যাননি এখনও। তবে চলতি সপ্তাহেই তাঁরা পদ্মা পারে যেতে পারেন বলে খবর। বাংলাদেশ সফরে গিয়ে সমর্থকদের জন্য বিশেষ সংবাদ বয়ে আনতে পারেন কর্তারা।

বিনিয়োগের ব্যাপারে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আগেই ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। ক্লাব এবং কোম্পানি, উভয় দিক থেকেই রয়েছে উল্লেখযোগ্য আন্তরিকতা। দল গঠনের ব্যাপারেও কাজ শুরু হয়ে গিয়েছিল আগেই। ঘরোয়া লিগের প্রতিশ্রুতিবান একাধিক খেলোয়াড়ের সম্মতি আদায় করা হয়েছে ইতিমধ্যে।