Akeal Hosein: W, W, W… হ্যাটট্রিক করলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ মাঝে মধ্যে খুন উত্তেজক পর্যায়ে পৌঁছাচ্ছে। প্রতিদিনই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাচ্ছেন সমর্থকরা। বাবর আজমের অধিনায়ত্বে পেশোয়ার জালমি ৭৬ রানে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে।…

akeal hosein

পাকিস্তান সুপার লিগ মাঝে মধ্যে খুন উত্তেজক পর্যায়ে পৌঁছাচ্ছে। প্রতিদিনই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাচ্ছেন সমর্থকরা। বাবর আজমের অধিনায়ত্বে পেশোয়ার জালমি ৭৬ রানে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। ম্যাচ হারলেও মনে রাখার মতো পারফরম্যান্স করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এক তারকা খেলোয়াড় (Akeal Hosein)।

ম্যাচে দুর্দান্ত বোলিং করে হ্যাটট্রিক করেছেন তরুণ এক খেলোয়াড়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুর্দান্ত বোলিং করেন আকিল হোসেন। পেশোয়ার জালমির বিপক্ষে ১৬তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট তুলে নিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পরপর তিন বলে আমের জামাল, মেহরান মমতাজ ও লুইস উডের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। ম্যাচের চার ওভারে ২৩ রান দিয়ে নেন চার উইকেট। তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সবচেয়ে কম রান দেওয়া বোলার হিসাবে প্রমাণিত হন।

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন আকিল হোসেন। তাঁর আগে এই কীর্তি গড়ে দেখিয়েছিলেন করেছেন মহম্মদ আমির, জুনায়েদ খান, ইমরান তাহির, মহম্মদ সামি, আব্বাস আফ্রিদিরা। ২০১৬ সালে পিএসএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ আমির।

Advertisements

আকিল হোসেনের হ্যাটট্রিকের পরও হারের মুখ দেখেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক রাইলি রুশো টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্ত পরে ভুল প্রমাণিত হয়। প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলেছিল প্রতিপক্ষ। জবাবে ১২০ রানে অলআউট হয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পেশোয়ারের দুর্দান্ত পারফর্ম করেছেন স্যাম আইয়ুব। ১২ বলে ৩০ রান করেন তিনি। এছাড়া ২টি উইকেটও নিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।