HomeSports NewsHockey awards: বছর সেরার শিরোপা পাচ্ছেন হার্দিক, সবিতার হ্যাটট্রিক

Hockey awards: বছর সেরার শিরোপা পাচ্ছেন হার্দিক, সবিতার হ্যাটট্রিক

- Advertisement -

ভারতীয় পুরুষ হকি (hockey) দলের মিডফিল্ডার হার্দিক সিং এবং মহিলা দলের অধিনায়ক সবিতা এফআইএইচ বার্ষিক পুরষ্কারে বর্ষসেরা খেলোয়াড় এবং বছরের সেরা মহিলা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে। জাতীয় অ্যাসোসিয়েশনের প্রতিনিধি (জাতীয় দলের অধিনায়ক ও কোচ), মিডিয়া ছাড়াও ভক্তদের ভোটের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল বিজয়ীদের নির্বাচন করে।

দেশের হয়ে ১১৪ টি ম্যাচ খেলা হার্দিককে ভারতীয় হকির ভবিষ্যত বলে মনে করা হচ্ছে। তার খেলায় এর ঝলক দেখা যায়। তিনি টোকিও অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এটি হার্দিকের বছরের দ্বিতীয় বড় পুরষ্কার। এর আগে তিনি হকি ইন্ডিয়া কর্তৃক ২০২২ সালের জন্য বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড (বছরের সেরা ভারতীয় খেলোয়াড়) পেয়েছিলেন।

   

অন্য দিকে টানা তৃতীয়বারের মতো এই শিরোপা জিতলেন সবিতা। ২০২৩ সালে দারুণ ছন্দে ছিলেন ভারতীয় গোলরক্ষক। অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে হাংঝু এশিয়ান গেমস পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে মুগ্ধ করেছেন ভারতীয় হকি প্রেমীদের। অক্টোবরে ভারতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন ৩৩ বছর বয়সী দুর্গের শেষ প্রহরী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular