অবিশ্বাস্য শর্ট খেলে ‘টাইগার’ বধের নেপথ্যে শুধুই হার্দিক

টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি-গম্ভীর জমানায় ফের বাংলাদেশকে হারিয়ে দেশবাসীকে উৎসব উপহার দিল ভারতীয় ক্রিকেট দল। গতকাল ‘উইমেন ইন ব্লুজ’ পাকিস্তানকে হারানোর পরই, ‘মেন ইন…

Hardik Pandya Powers India to Dominant Win Against Bangladesh in 1st T20I

টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি-গম্ভীর জমানায় ফের বাংলাদেশকে হারিয়ে দেশবাসীকে উৎসব উপহার দিল ভারতীয় ক্রিকেট দল। গতকাল ‘উইমেন ইন ব্লুজ’ পাকিস্তানকে হারানোর পরই, ‘মেন ইন ব্লুজ’ ৭ উইকেটে হারায় বাংলাদেশকে। গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি খেলতে নেমে আর্শদীপ- বরুনের দাপটে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে অনায়াসে সেই রান তুলে দেয় ভারত। শেষদিকে অধিনায়কের পাশাপাশি ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়াও। এছাড়াও একটি অবিশ্বাস্য শর্ট খেলে ম্যাচের সমস্ত ‘লাইমলাইটও’ কেড়ে নিয়েছেন তিনি।

   

টি টোয়েন্টি বিশ্বকাপের পর গতকালের ম্যাচই ছিল দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ। গোয়ালিয়রের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতেও পাঠান ভারত অধিনায়ক সুর্যকুমার। কিন্তু ক্রিজে নেমে তাঁদের ব্যাটিং বিভাগের ব্যর্থতার চিত্র আবার ফুটে ওঠে সাদা বলের ক্রিকেটে। শুরুতেই আর্শদীপের বল লিটনের ব্যাটের কানায় লাগে। ক্যাচ ধরেন রিঙ্কু সিং। এরপরই আরও এক ওপেনারকে ফেরান আর্শদীপ।

মাঠে না গিয়েও কীভাবে দেখবেন IND A vs IND D? জানুন সঠিক উপায়

বরুণ চক্রবর্তী ফেরান তৌহিদকে (১২)। তৌহিদের পাশাপাশি ফিরে যান অধিনায়ক শান্তও (২৭)। ওয়াশিংটন সুন্দরের বলে সুইপ মারতে গিয়ে ক্লিন বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয় মায়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। আর অভিষেকেই অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটার মাহমুদউল্লাহকে ফেরান মায়াঙ্ক। এদিন মায়াঙ্ক প্রতিটি বলই করেন ১৪০ কিলোমিটারের ওপরে। বল হাতে ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন আর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।

IND vs BAN: কোহলি-বুমরাহের প্রত্যাবর্তন ঘটিয়ে প্রথম টেস্টের টিম ঘোষণা ভারতের

ব্যাট করতে নামে ভারতকে জয়ের লক্ষ্য পৌঁছে দিতে কার্যকরি ভূমিকা নেন সঞ্জু স্যামসন (২৯) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (২৯)। একসময় তাদের ব্যাটিংয়ে মনে হচ্ছিল এই দুই জুটিতেই ম্যাচ জিতে নেবে ভারত। তবে অভিজ্ঞ বাংলাদেশি বোলার মুস্তাফিজুরের বলে আউট হন সূর্যকুমার।

সঞ্জুকে ফেরান মিরাজ। যদিও জুটি ভাঙলেও পরের দিকে নেমে দাপুটে ব্যাট করেন হার্দিক পাণ্ডিয়া। ১৬ বলে ৩৯ রান করেন তিনি। ঝোড়ো ইনিংসে ছিল দুটি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি। ফলে ১১.৫ ওভারেই ম্যাচের সমাপ্তি ঘটে। এদিন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বলে একটি অসাধারণ আপারকাট খেলে শিরোনামে উঠে আসেন হার্দিক। তবে হার্দিক রান পেলেও ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা (১৬)। ইনিংসের শেষ বলে হার্দিকের সুবাদেই ম্যাচ শেষ করে ভারতীয় দল।