আইপিএলের ১৭তম স্মরণীয় হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জন্য। তাঁর অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। মুম্বই দলের খারাপ পারফরম্যান্সের কারণে লাগাতার ট্রোলের মুখে পড়েছিলেন হার্দিক। এবার অন্য কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya Natasha Relation)।
হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল ধরেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নাতাশা স্ট্যানকোভিচ তাঁর ইনস্টাগ্রাম থেকে ‘পান্ডিয়া’ পদবি সরিয়ে ফেলেছেন। তবে এখনও পর্যন্ত বিবাহ বিচ্ছেদের বিষয়ে দুজনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
করোনাকালে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহকারী অয়নই এখন কিবুর নয়নের মণি
সম্পর্কে বিচ্ছেদ হার্ডিকের জীবনে এসেছে একাধিকবার। কলকাতার মডেল লিশা শর্মা ২০১৬ সালে হার্দিক পান্ডিয়া র সঙ্গে ডেট করেছিলেন। তবে দুজনেই তাঁদের কেরিয়ারে মনোনিবেশ করার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৭ সালের ভ্যালেন্টাইনস ডে-তে হার্দিক পান্ডিয়া ঘোষণা করেছিলেন যে তিনি বিচ্ছেদ করেছেন।
হার্দিক এবং এলি আব্রাহাম খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে বিগ বস ৭-এর খ্যাত এলি আব্রাহাম ও হার্দিকের প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল। হার্দিকের ভাইয়ের বিয়েতেও এলিকে দেখা গিয়েছিল। তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি।
মোহনবাগানের পাখির চোখ হতে পারে ACL 2
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার নামও রয়েছে তালিকার তিন নম্বরে। ব্যবসায়ী গৌতম সিংহানিয়ার পার্টিতে হার্দিক পান্ডিয়া ও উর্বশী রাউতেলার দেখা হয়েছিল। দুজনকে একসঙ্গে দেখে তাদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল সেই সময়।