Hardik Pandya IPL: ব্যান হার্দিক! প্রথম ম্যাচেই খেলতে পারবেন না

হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya IPL 2024) ৩০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এক ম্যাচ ব্যান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মরসুমের…

hardik pandya IPL 2024

হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya IPL 2024) ৩০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এক ম্যাচ ব্যান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মরসুমের শেষ ম্যাচে স্লো ওভার রেটের জন্য নিষিদ্ধ হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের স্লো ওভার রেটের এটি তৃতীয় ভুল, যার কারণে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

বলা হচ্ছে যে হার্দিক পান্ডিয়ার উপর এই নিষেধাজ্ঞা আইপিএল ২০২৫ এর প্রথম ম্যাচে প্রযোজ্য হবে। কারণ এই মরসুমে এমআইয়ের কোনও ম্যাচ বাকি নেই। হার্দিক পান্ডিয়া ছাড়াও দলের অন্য ক্রিকেটারদের উপরও মোটা অঙ্কের জরিমানা করেছে বিসিসিআই।

   

Mohun Bagan: চল্লিশ বছর বয়সেও গোল করে চলেছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

আইপিএলের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেহেতু আইপিএলের ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি দলের মরসুমের তৃতীয় অপরাধ, তাই পান্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং দলের পরবর্তী ম্যাচে খেলতে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে।’

Transfer Rumours: ওডিশা এফসিতে আসবেন টোরেস? জানুন সম্ভাবনা কতটা

ইমপ্যাক্ট প্লেয়ার্স সহ মুম্বই ইন্ডিয়ান্স প্লেয়িং ইলেভেনের বাকি সদস্যদের ব্যক্তিগতভাবে ১২ লক্ষ টাকা বা তাদের নিজ নিজ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। আইপিএল ২০২৪-এ স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া। এর আগে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বিসিসিআই। এই নিষেধাজ্ঞার কারণে আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি পন্থ।