HomeSports NewsT20 World Cup 2024: আইপিএলে সমালোচনায় বিদ্ধ হার্দিক পান্ডিয়াও গড়েছেন রেকর্ড

T20 World Cup 2024: আইপিএলে সমালোচনায় বিদ্ধ হার্দিক পান্ডিয়াও গড়েছেন রেকর্ড

- Advertisement -

T20 World Cup 2024 ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতছে ভারত। এই খেতাব জয় করার জন্য ভারতের সব খেলোয়াড় শেষ পর্যন্ত লড়াই করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর আগে ২০০৭ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।

   

এবারের বিশ্বকাপে শুধু ট্রফি নয়, অনেক রেকর্ডও গড়েছ ভারতীয় দল। এই রেকর্ডে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), বিরাট কোহলি, রোহিত শর্মা এবং আর্শদীপ সিংয়ের মতো খেলোয়াড়রা রয়েছেন। ভারতকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হার্দিক পান্ডিয়া ফাইনাল ম্যাচে নিয়েছেন ৩ উইকেট।

Virat Kohli: এটাই শেষ… অবসর ঘোষণা করলেন বিরাট 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। ২০১২ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মেন্ডিস। এরপর ২০১২ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ৩ উইকেট এবং ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের স্যাম কুরান ৩ উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ৩ উইকেট নেওয়ার নজির গড়েছেন হার্দিক পান্ডিয়া।

 

তিনে তিন, মেসিকে মাঠে না নামিয়েও জিতল Argentina

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হার্দিক লিখেছেন, ‘এই বিশ্বকাপ গোটা ভারতের জন্য, বছরের পর বছর ধরে যারা পরিশ্রম করেছেন তাঁদের সবার জন্য। কোনো শব্দই যথেষ্ট নয়, আছে শুধু আবেগ! এই দলকে ভালোবাসি, দেশের হয়ে খেলতে ভালোবাসি। দেশের হয়ে জয়ের চেয়ে আনন্দের আর কিছু নেই। চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড… জয় হিন্দ!’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular