ইন্ডিয়ান সুপার লিগে (ISL) টানা ছয় ম্যাচে হেরে হারের ডবল হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যদিও সেই হার ভুলে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিযান শুরু করে দিয়েছে মশাল ব্রিগেড। সেখানেও প্রথম ম্যাচে ভুটানের পারো এফসির বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে অস্কার ব্রুজোর দলকে। এবার ইস্টবেঙ্গলের হারের রহস্য ফাঁস করলেন বাগান শিবিরের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। একসময়ের প্রতিপক্ষ ক্লাবের উদ্দেশে সাফ জানিয়ে দিলেন তিনি, ডার্বিকে বাড়তি গুরুত্ব দেওয়া বন্ধ করুক তাঁরা।
নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় চাইছেন লোবেরা
ইন্ডিয়ান সুপার লিগে শুধুমাত্র মোহনবাগান সুপার জায়ান্টেয়ের হয়েই কোচিং করাননি হাবাস। ভারতীয় ফুটবলে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের। তাঁর হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। বতর্মানে তিনি ইন্টার কাশীর দায়িত্বে রয়েছেন। আগামী ২২ নভেম্বর থেকে তাঁরা শুরু করবে আইলিগের অভিযান। এই ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ইস্টবেঙ্গলের এই পারফরম্যন্স প্রসঙ্গে প্রাক্তন বাগান কোচ জানান, “ইস্টবেঙ্গলকে বুঝতে হবে, ডার্বিটাই সব নয়। আমি ডার্বির গুরুত্ব জানি। তারপরও বলব, এই ম্যাচ থেকে সর্বোচ্চ তিন পয়েন্টই পাওয়া যায়। মোহনবাগান ছাড়া বাকি আরও ক্লাব রয়েছে। মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি। সেই সব ম্যাচ থেকেও তো তিন পয়েন্ট পাওয়া যায়। ওই সব প্রতিপক্ষকেও সমান গুরুত্ব দিতে হবে।”
‘নকল ডন’ ইস্যুতে মোহনবাগানকে আক্রমণ রঞ্জিত বাজাজের
লাল-হলুদের অধিনায়ক ক্লেন্টন সিলভা প্রসঙ্গে বলেন, “ইস্টবেঙ্গলে যে নেতৃত্ব দিতে পারত, সেই ক্লেটন সিলভা ফর্মে নেই। এটাও ওদের ব্যর্থতার একটা কারণ।” তবে আইএসএলের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের দেখানো ভুল শুধরে কি আগামী ম্যাচ গুলিতে জয়ের স্বাদ পাবে ময়দানের এই প্রশ্ন ক্লাব, তা শুধু সময়ের অপেক্ষা। আগামীকাল অর্থাৎ ২৯ অক্টোবর বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্যায়ের ম্যাচ খেলতে নামবে অস্কার ব্রুজোর দল।