HomeSports Newsচোট পেলেন মোহনবাগানের আরও এক বিদেশি!

চোট পেলেন মোহনবাগানের আরও এক বিদেশি!

- Advertisement -

কলকাতা: আসতে না আসতেই চোট! খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন। হাতে আইস প্যাক। চোটের কবলে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। জেমি ম্যাকলারেনও পুরো ফিট নন।

গত মরসুমের শুরুটা মোহনবাগান সুপার জায়ান্ট করেছিল ডুরান্ড কাপ জিতে। মরসুমের মাঝামাঝি সময়ে টালমাটাল মোহন তরী। শেষ পর্যন্ত কোচ বদল করে পরিস্থিতি সামাল দিয়েছিল ম্যানেজমেন্ট। গত সিজনের বেশিরভাগ সময়ে মোহনবাগানকে লড়াই চালাতে হয়েছিল চোট সমস্যার সঙ্গে। বাগানের প্রাক্তন কোচ হুয়ান ফেরান্দো খুব কম ম্যাচেই পুরো দল হাতে পেয়েছিলেন। লাগাতার চোট সমস্যা দলের খেলায় প্রভাব ফেলেছিল।

   

এবারেও ভাল ফলাফল করার লক্ষ্য নিয়ে দল সাজিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। গোলকিপার থেকে স্ট্রাইকার, সব বিভাগে রয়েছেন নামী ফুটবলার। কিন্তু এবারেও আশংঙ্কা সেই চোট নিয়ে। বাগানে ইতিমধ্যে চোটের আশংঙ্কা। দুই ফুটবলার চোটের কবলে পড়েছেন বলে মনে করা হচ্ছে।

ধীরাজ সিংয়ের কথা আগেই জানা গিয়েছিল। মোহনবাগানের এই গোলরক্ষক চোট পেয়েছেন। প্রশ্ন রয়েছে আরও একজনকে নিয়ে। তিনি গ্রেগ স্টুয়ার্ট। এবারেই প্রথম সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছেন। শহরে এসেছেন সদ্য। অনুশীলনেও নেমেছিলেন। তারপরেই এই চিত্র। মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে হাঁটছিলেন। হাতে আইস প্যাক। চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনও জানা যায়নি।

২০২১ সালে ভারতীয় ফুটবল মহলে প্রবেশ করেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। বার্মিংহাম সিটির প্রাক্তন এই ফুটবলারকে ভারতে নিয়ে এসেছিল জামশেদপুর ফুটবল ক্লাব। নতুন দলের জার্সিতে মানিয়ে নিতে খুব বেশি সময় নেননি গ্রেগ। ২০২১-২২ মরসুমে জামশেদপুর এফসির হয়ে জিতেছিলেন শিল্ড। হয়েছিলেন ইন্ডিয়ান সুপার লীগের সেরা ফুটবলার। ২০২২ সালে ডুরান্ড কাপে জিতেছিলেন গোল্ডেন বল। পরে যোগ দিয়েছিলেন মুম্বই সিটি এফসিতে। সেখানেও সাফল্য। আবারও শিল্ড জয়।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular