স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে মানসিক-শারীরিক মিলন খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু শারীরিক মিলনের সময় স্বামীর কাছ থেকে টাকা চেয়েছে, এমনটা সাধারনত শোনা যায় নি। কিন্তু এমনটাই হয়েছে। মিলনের জন্য টাকা চাইতেন স্ত্রী। এমন অভিযোগ এনেই বিচ্ছেদের মামলা দায়ের করলেন স্বামী। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।
“কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়, শুধু রয়ে গেল…” কী লিখলেন পরীমণি?
তাইওয়ানের ওই ব্যক্তির অভিযোগ, মিলনের সময় স্ত্রী তাঁর কাছে টাকা চাইতেন। আত্মীয়দের কাছে তাঁকে ‘খুব মোটা’ এবং ‘অযোগ্য’ বলে অপমানও করতেন প্রতিনিয়ত। আর সেই কারণেই বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মহিলার স্বামী।
হাসিনাকে ফেরাতে জোর আওয়াজ উঠেছে ওপার বাংলায়
ওই দম্পতি ইতিমধ্যেই দশ বছর কাটিয়ে ফেলেছেন তাঁদের দাম্পত্য জীবনের। ২০১৪ সালে ওই দম্পতির বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে তাঁদের। মামলকারীর দাবি, ২০১৭ সাল থেকেই স্ত্র মিলনে অনীহা প্রকাশ করতে শুরু করেন। ২০১৯ সাল থেকে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক বলে আর কিছু ছিল না। তারপর থেকেই অশান্তি শুরু হয় দুপক্ষের।
২০২১ সালে ওই ব্যক্তি প্রথম ডিভোর্সের মামলা দায়ের করেন। যদিও পরে স্ত্রীর অনুরোধে তা তুলেও নেন। পরে ফের স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের মামলা দায়ের করেন তিনি। ওই ব্যক্তির অভিযোগ মিলনের জন্য টাকা চাইত তাঁর স্ত্রী। বেশ কিছুদিন আলাদা ভাবেই ছিলেন ওই দম্পতি। তারপর এবার ফের ডিভোর্সের মামলা দায়ের করলেন স্বামী।